এনআরএস কাণ্ডের জেরে রাজ্য জুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা, চরম হয়রানি রোগীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: এনআরএস কাণ্ডের প্রতিবাদে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ডাকা কর্মবিরতি শুরু হয়েছে বুধবার সকাল থেকে। এর ফলে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের।

সোমবার রাতে এনআরএসে রোগীমৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ইটের আঘাতে গুরুতর জখম হন ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে চিকিৎসাধীন। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, পর্যবেক্ষণে থাকতে হবে। তবে এখন তিনি বিপন্মুক্ত। ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হন চিকিৎসকেরা। বন্ধ থাকে পরিষেবা। একটা সময়ে ঢুকতে দেওয়া হয় না অ্যাম্বুল্যান্সও।

এনআরএস-এ এই বিক্ষোভ শুরু হওয়ার কিছু ক্ষণ পর থেকেই খবর আসতে শুরু করে, একই বিক্ষোভ শুরু হয়েছে এসএসকেএম, মেডিক্যাল কলেজ, আরজিকরেও। বেলা বাড়লে, এনআরএসের ঘটনায় সংহতি জানিয়ে কর্মবিরতির ডাক দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে শুরু করে মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান– সব হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

সরকারি, বেসরকারি, শহর, জেলা– সর্বত্র ‘শাটডাউন’-এর ডাক দিয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা। সাধারণ মানুষের ক্ষোভও বেড়েছে পাল্লা দিয়ে। এমনিতেই চিকিৎসা পরিষেবা পর্যাপ্ত নয় এ রাজ্যে, তার উপরে যদি চিকিৎসকেরা কাজই না করেন, তা হলে বহু আশঙ্কাজনক রোগীর জন্য তা নিশ্চিত মৃত্যু ডেকে আনতে পারে। আর ঠিক সেটাই ঘটেছে নানা জায়গায়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest