এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় ট্রোল হলেন মিমি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মিমি চক্রবর্তীর৷ গ্লাভসের পর পর এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন তিনি৷ নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী৷ ধর্মকে হাতিয়ার করে তিনি জয়ী হওয়ার চেষ্টা করছেন বলেই দাবি নেটিজেনদের৷

ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় বিনা নোটিসেই মিমি জানতে পারেন যাদবপুর থেকে ভোটে লড়ছেন তিনি৷ তারপর আর এক মুহূর্তও দেরি করেননি৷ ওইদিন সন্ধে থেকেই কোমর বেঁধে লেগে পড়েন জনসংযোগের কাজে৷ দুঁদে রাজনীতিক অরূপ বিশ্বাসের কথা মতো প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ভোটের মাঝে শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস -রমজান।  মুসলমান ভোটারদের কষ্টে শামিল হওয়ার জন্য আগেই জানিয়েছিলেন রোজা রাখবেন৷ কথা রাখলেন তারকা প্রার্থী৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷ রাখছেন রোজাও৷ এই পোস্ট ঘিরেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ নেটিজেনদের একাংশের দাবি, এভাবেই নাকি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছেন মিমি৷ ধর্মকে হাতিয়ার করেই একটি সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করার চেষ্টা করছেন তিনি৷ তবে কেউ কেউ আবার মিমির পাশেও দাঁড়িয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি সৌজন্য দেখিয়েছেন বলেও দাবি অনেকের৷

59534804 2281618238583222 7957862787831562240 n.jpg? nc cat=1& nc ht=scontent.fccu3 1

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest