Site icon The News Nest

এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় ট্রোল হলেন মিমি

Mimi Chakraborty lead 1 1100x600

#কলকাতা: রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মিমি চক্রবর্তীর৷ গ্লাভসের পর পর এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন তিনি৷ নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী৷ ধর্মকে হাতিয়ার করে তিনি জয়ী হওয়ার চেষ্টা করছেন বলেই দাবি নেটিজেনদের৷

ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় বিনা নোটিসেই মিমি জানতে পারেন যাদবপুর থেকে ভোটে লড়ছেন তিনি৷ তারপর আর এক মুহূর্তও দেরি করেননি৷ ওইদিন সন্ধে থেকেই কোমর বেঁধে লেগে পড়েন জনসংযোগের কাজে৷ দুঁদে রাজনীতিক অরূপ বিশ্বাসের কথা মতো প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ভোটের মাঝে শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস -রমজান।  মুসলমান ভোটারদের কষ্টে শামিল হওয়ার জন্য আগেই জানিয়েছিলেন রোজা রাখবেন৷ কথা রাখলেন তারকা প্রার্থী৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷ রাখছেন রোজাও৷ এই পোস্ট ঘিরেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ নেটিজেনদের একাংশের দাবি, এভাবেই নাকি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছেন মিমি৷ ধর্মকে হাতিয়ার করেই একটি সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করার চেষ্টা করছেন তিনি৷ তবে কেউ কেউ আবার মিমির পাশেও দাঁড়িয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি সৌজন্য দেখিয়েছেন বলেও দাবি অনেকের৷

 

Exit mobile version