কড়া নিরাপত্তায় ভোট বাংলাদেশে,বন্ধ থ্রি জি – ফোর জি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ভোট বাংলাদেশে। হিংসা এড়াতে প্রস্তুত সেদেশের সেনা। ভোটের কাজে নামানো হয়েছে প্রায় ৬০ লক্ষ পুলিশ,সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে থ্রি জি – ফোর জি পরিসেবা। নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতার আশ্বাস দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন।
বাংলাদেশে গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। ২০১৪ সালে বিরোধীরা ভোট বয়কট করে সেই সময় থেকে সেই সময় থেকেই সেই সময় থেকেই সেই সময় থেকেই ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা সবকটি সমীক্ষায় বলছে হাসিনাই ফিরছেন ক্ষমতায় হাসিনা নিজে এদিন বলেন বিএনপি যে কোনো সময় হঠাৎ করে নির্বাচন বয়কটের কথা বলে উঠতে পারে তা জানো কেউ আমল না দেয় আমি লীগের তরফ থেকে বলা হয়েছে নির্বাচনী এজেন্ট রা যেন কে বি দায়িত্ব থেকে সরে না আসেন নজিরবিহীনভাবে ভোটের দিনই হবে ভোট গণনা হিংসা এড়াতেই এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই পদ্ধতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বিরোধীদের বক্তব্য এবারও দুই নম্বরি করে কুরসিতে থেকে যেতে চাইছে হাসিনা সরকার আমি লীগ অবশ্য এই অভিযোগে পাত্তা দিচ্ছে না তাদের বক্তব্য পরাজয় জেনে গিয়েছেন বিএনপি নেতৃত্ব সে কারণেই আগাম এমন মন্তব্য করছে তারা নির্বাচন সফল করতে সমস্ত রকম প্রয়াস নিয়েছে নির্বাচন কমিশন একথা ঠিক যে বিগত সব রাজিন সব নির্বাচনের তুলনায় এবার হিংসার হাত অনেকটাই কম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন বলেছেন তার দল শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে হাসিনার কথার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এটি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বভাবতই মানুষের ভোট দানের উৎসাহ চোখে পড়ার মতো আজ সকাল আটটা থেকে হবে ভোট গ্রহণ চলবে বিকেল চারটে পর্যন্ত তারপরে শুরু হয়ে যাবে ভোট গণনা এবারের নির্বাচনে 300 টি সংসদীয় আসনে ভোট হওয়ার কথা ছিল তবে ভোটগ্রহণ হবে 299 টি আসনে প্রার্থী মৃত্যুর কারণে একটি আসনে ভোট গ্রহণ হচ্ছে না 40000 183 টি ভোট কেন্দ্রের দু লক্ষ 6 হাজার 477 টি ভোট পক্ষে ভোটগ্রহণ হবে নির্বাচনে প্রার্থী সংখ্যা মোট 1831 জন এবারের নির্বাচনে সঠি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ হবে অন্য অন্য বারের থেকে এবারের ভোটগ্রহণে খানিকটা বেশি করাকরি হচ্ছে ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এই নির্বাচনের অন্যতম মাত্রা হলো হাজার 990 এরপর প্রথম কোন দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর আগে নির্বাচন গুলি পালিত হতো কেয়ারটেকার সরকারের অধীনে এবারের ভোটের ফলে নির্ধারিত হবে কারা কিভাবে 2022 এ পালন করবে স্বাধীনতা 50 বছর মীক্ষা বলছে হাসিনাই আসবেন ফিরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শনিবার বলেন পূর্ণ নিরাপত্তা দিতে হবে এ এজেন্টের বারবার তাদের উপর নিগ্রহের অভিযোগ উঠে হিংসার পরিবেশ পরিহার করার জন্য সবার কাছে আহ্বান জানান নুরুল হুদা জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডঃ কামাল হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন সকাল সকাল ভোট দিতে যান আপনার ভোট খুবই মূল্যবান কারণ আপনি দেশের মালিক দুর্বৃত্তদের ভয় পাবেন না জনগণের শক্তির সঙ্গে তারা পারবে না এদিকে এদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঐক্য ফ্রন্ট বা বিএনপি ওদের একটি চরিত্র আছে তা হল নির্বাচন চলাকালীন মাঝ পথে পথে হঠাৎ বলবে আমরা ইলেকশন করব না আমরা প্রত্যাহার করে নিলাম সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন গত 8 নভেম্বর ইশতেহার ঘোষণার পর থেকে সারাদেশে 11500 ছয়জনকে গ্রেফতার করা হয়েছে 957 টি মামলা দায়ের হয়েছে মিছিল ও অফিসে দু হাজার 896 বার হামলা হয়েছে 13252 জন আহত হয়েছেন নয়জন নিহত হয়েছেন গত শুক্রবার গ্রেফতার হয়েছেন 11 27 জন 11 জন প্রার্থী কারাগারে 16 টি আসনের মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটের দিন জামাত জোর বাংলাদেশ জুড়ে নৈরাজ্য ও হিংসা চালাতে পারে বলে আশঙ্কা করছে আওয়ামী লীগ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারে এই আশঙ্কা প্রকাশ করেন আওইয়ামি লীগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest