কমিশনের রিপোর্ট চূড়ান্ত, পুজোর আগেই কি বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: পুজোর আগেই কি রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে? নবান্ন সূত্রে কিন্তু এমন একটা খবর পাওয়া গিয়েছে। বেতন কমিশনের রিপোর্ট ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। মাসখানেকের মধ্যেই সে রিপোর্ট সম্ভবত জমা পড়তে চলেছে। তেমনটা হলে পুজোর আগেই হয়তো বেতন কমিশনের সুপারিশ বলবৎ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ১৩ জুন নবান্নে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা দু’জনের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিবও। বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে জানা যায়। আপাতত যা ইঙ্গিত, তাতে সব মিলিয়ে ১৪.৩% বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন। তাতে সরকারের ঘাড়ে অন্তত ১২ হাজার কোটির দায় চাপতে পারে। অর্থ কর্তাদের বক্তব্য,‘‘সরকার চাইলে এই চাপ সয়ে নেওয়া যাবে।’’ রিপোর্ট জমা পড়ার পরই  ‘ইমপ্লিমেন্টেশন কমিটি’ তৈরি করবে সরকার। সেই কমিটি সুপারিশে সম্মতি দিলেই নতুন বেতনক্রম চালু হয়ে যাবে।

রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী, পুরকর্মীদেরও নতুন বেতন কাঠামোর প্রস্তাব থাকবে বেতন কমিশনের এই রিপোর্টে। উল্লেখ্য, গত লোকসভা ভোটে রাজ্যের ৪০টা লোকসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়েছিল তৃণমূল। বেতন না বাড়ার ফলে এটা সরকারি কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে ধারণা হয় সংবাদমাধ্যমে। তার পরেই বেতন বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু হয় রাজ্য সরকারের মধ্যে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest