Site icon The News Nest

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

lightning 696x436 1

কলকাতা: রাতের মধ্যে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা। তবে শুক্রবার এবং শনিবারের তুলনায় কলকাতায় ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমই থাকবে মনে করছেন ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা।

সোমবার বিকেলের পর থেকে ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে বজ্রগর্ভ মেঘপুঞ্জের সৃষ্টি হয়। ক্রমে সেই মেঘপুঞ্জ রাজ্যের দিকে এগিয়ে আসতে শুরু করে। ইতিমধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে ঝড়বৃষ্টি হয়েছে। সন্ধ্যার মধ্যে দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের সম্ভাবনা রয়েছে।

মনে করা হচ্ছে, মেঘপুঞ্জটি দুর্বল না হলে, সোমবার রাত ৮টার কিছু পরে কলকাতা এবং সন্নিহিত জেলাগুলিতে ঝড় দেবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Exit mobile version