কাশ্মীরে ৬০ ঘণ্টা গুলির লড়াই, খতম ২ জঙ্গি, মৃত্যু নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য সহ পাঁচ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কুপওয়ারা : কাশ্মীর উপত্যকায় টানা তিন দিন জারি রয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ।  হিন্দওয়ারাতে জঙ্গিদের সঙ্গে  গুলির লড়াইয়ে  মৃত্যু হল নিরাপত্তা বাহিনীr চার সদস্যের। প্রাণ গেল এক সাধারণ নাগরিকেরও। মাত্র দু’দিন আগে  কুপওয়ারাতেও  জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের ফলে  প্রাণ যায়  নিরাপত্তা বাহিনীর কয়েক জনের। এরপর আবার একই ঘটনা ঘটল । জানা গিয়েছে  চার জনের মধ্যে আছেন দুই সিআরপিএফ জওয়ান এং দুই পুলিশ কর্মী। মারা গিয়েছেন ওয়াসিম আহমেদ মির নামে এক স্থানীয় বাসিন্দাও।

হান্দওয়ারার একটি বাড়িতে এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়েই নিরাপত্তা রক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছিলেন শনিবার রাত থেকেই। রবিবার সকালেও তা জারি রইল। খবর। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, “এই অপারেশনে সেনার গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। এখনও লড়াই চলছে।” শনিবারই জম্মু কাশ্মীররে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে  দেখেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। বিভাগীয় জিওসি লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং তাঁকে গোটা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন বলে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে।

 গতকাল রাত থেকে লাগাতার পাক গোলাবর্ষণে মারা গিয়েছেন তিন সাধারণ নাগরিক। মৃতদের একজন গৃহবধূ রুবানা কোসার (২৪)। পাক গোলার আঘাতে মৃত তাঁর পাঁচ বছরের ছেলে ফাজান এবং নয় মাসের কন্যাসন্তান শবনমও। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক।জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বেছে বেছে ভারতীয় গ্রাম লক্ষ্য করেই হামলা চালাচ্ছে পাক সেনা। ছোড়া হচ্ছে মর্টার বোমা এবং হাউইতজার কামানের ১০৫ মিমি গোলাও। নিয়ন্ত্রণরেখার কাছে সালোত্রি গ্রামে পাক আক্রমণের তীব্রতা ছিল সব থেকে বেশি। পাক হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতও।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest