Site icon The News Nest

আগামীকাল কী ভাবে জানতে পারবেন মাধ্যমিকের ফলাফল? জেনে নিন ঝটপট

madhymik result

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল‌। পরীক্ষার ৮৮ দিনের মাথায় এই ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মঙ্গলবার সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে ফল ঘোষণা করবেন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়‌। দশটার পর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ফল জানার জন্য ‘ডাবলুবি (স্পেস) টেন’ লিখে পাঠাতে হবে ৫৬২৬৩ নম্বরে। এ ছাড়া মোবাইল নম্বর নথিভুক্ত করে রাখলেও দশটার পর ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইটটি হল: www.exametc.com। এ ছাড়া গুগুল স্টোর থেকে ‘madhyamik results ২০১৯’ অ্যাপটি ডাউনলোড করেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এ ছাড়া যে যে ওয়েবসাইট থেকে ফল জানা যাবে সেগুলি হল:

www.wbbse.org

www.wbresults.nic.in

www.abp ananda live.in

www.indiaresults.com

www.results.shiksha.com

www.school9.com

www.vidyavision.com

www. Jagranjosh.com

www.newsnation.in

এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ ৬৮ হাজার ৯৮০। পরীক্ষা শুরু হয় ১২ ফেব্রুয়ারি শেষ হয় ২২ ফেব্রুয়ারি।

Exit mobile version