কুম্ভে সাফাই কর্মীদের পা ধুইয়ে বিজেপিকে প্রচারের নয়া হাতিয়ার দিলেন মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 প্রয়াগরাজ: চমক দিয়ে তাঁর জুড়ি মেলা ভার।  রবিবার ফের একবার সবাইকে হতচকিত করে দিলেন তিনি।

রবিবার গোরক্ষপুর থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান প্রয়াগরাজে। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের অন্যান্য নেতারা। সেখানে তিনি সঙ্গম ঘাটে স্নান সারেন। দেশের মানুষের জন্য প্রার্থণা করেন। পুজোও দেন। পাশাপাশি, প্রয়াগে পুণ্য স্নান সেরে ত্রিবেনী সঙ্গমে কপালে তিলক কেটে, গেরুয়া পাঞ্জাবি, গেরুয়া স্লিভলেস কোট আর সাদা চোস্তা পরে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপরই পাঁচ সাফাইকর্মীর পা  জল দিয়ে ধুইয়ে, শুকনো কাপড় দিয়ে তা মুছিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁদের সম্মান জানাতে গলায় পরিয়ে দেন উত্তরীয়ও।এ দিন সাফাইকর্মীদের পা ধুইয়ে দেওয়ার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

গোটা বিষয়টিই যেন নিখুঁত স্ক্রিপ্ট। যেসব সাফাইকর্মীদের পা প্রধানমন্ত্রী ধুইয়ে দেবেন তাঁরা সবাই বসে ছিলেন চেয়ারে। স্বচ্ছ ভারত অভিযানের জন্য নিৰ্বাচিত সেলেবদের দিয়ে যেমন প্রচার করা বিজেপির নেতা কর্মীরা যে এই পা ধুইয়ে দেওয়াকে প্রচার হিসাবে ব্যবহার করবেন তাতে কারোর সংশয় নেই বিশেষ । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই অভিব্যাক্তি দিয়ে মোদী প্রমাণ করতে চাইলেন বিজেপিতে বিভেদের কালচার নেই।  এর আগে যেমন দলিত বাড়িতে বিজেপি নেতাদের পাতপেড়ে খাওয়ার ছবি ছড়ানো হয়েছিল।

উল্লেখ্য, এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী কুম্ভে  স্নানকরতে যাননি। তাঁর সফর উপলক্ষে এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কুম্ভ। প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ। প্রসঙ্গত, এ দিনই গোরক্ষপুর থেকে দেশের ১২ কোটি কৃষকদের জন্য কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ২ হেক্টেরর কম জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা পাবেন ৩ কিস্তিতে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest