কুম্ভে স্নান সেরে কৃষকদের জন্য ৭৫,০০০ কোটি টাকার প্রকল্প আজ চালু করবেন মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াগরাজ: কুম্ভে এসে স্নান সেরে গিয়েছে তাঁর মন্ত্রিসভার অনেক সদস্যই। রবিবার অবশেষে কুম্ভমেলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার দুপুর ৩টে ১৫মিনিট নাগাদ প্রয়াগরাজ আসবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে সোজা চলে যাবেন কুম্ভ মেলায়৷ গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে সাধুসন্তদের সঙ্গে করবেন শাহি স্নান৷ সঙ্গে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷জানা গিয়েছে, বিকেল পাঁচটার সময় মোদী শাহি স্নান করবেন৷ সেখান থেকে পানীয় জল মন্ত্রকের একটি অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা৷

শিয়রে লোকসভা ভোট৷ তার আগে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে প্রয়াগরাজ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদি৷ সেখানেই  ৭৫,০০০ কোটি টাকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করবেন তিনি। শনিবার এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন। লিখেছেন,’ আগামিকাল ঐতিহাসিক দিন। গোরক্ষপুর থেকেই সূচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প। দেশের কোটি কোটি কৃষকদের উজ্জ্বীবিত করবে এই প্রকল্প। এভাবেই কাজ করবে নতুন ভারত।’

উল্লেখ্য,১ ফেব্রুয়ারি অন্তর্বর্তিকালীন বাজেটে ওই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পীয়ূষ গোয়েল। সরকারের দাবি এতে উপকৃত হবেন দেশের ১২ কোটি কৃষক। প্রকল্পের আওতায় ২ একর পর্যন্ত কৃষি জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা অনুদান পাবেন। এই টাকা দেওয়া হবে ৩ বারে। প্রতিবার মিলবে ২ হাজার টাকা। ওই টাকা সরাসরি চলে যাবে চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এদিন  প্রথম কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে৷সরকারের বক্তব্য, দেশের ছোট ও মাঝারি কৃষকদের ওই টাকা দেওয়া হচ্ছে যাতে তাঁরা ওই টাকা খরচ করে ঠিকমতে ফসলের পরিচর্যা করতে পারেন। পাশাপাশি চাষের জন্য ঋণ করার প্রবণতা অনেকটাই কমবে।

তবে এই প্রকল্প নিয়ে সরব বিরোধীরা। রাহুল গান্ধী এই প্রকল্প সম্পর্কে বলেন, একটি পাঁচজনের পরিবারকে দিনে ৩.৩ টাকা দেওয়া হচ্ছে। এতে কী উপকার হবে!

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest