Site icon The News Nest

কৈশোরে পা দিল টুইটার,জেনে নিন কয়েকটা ইনফো

twiiter 1490074815

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ১৩ বছরে পা দিল টুইটার। ২০০৬ সালে ঠিক এই দিনে লঞ্চ করেছিল এই সকাল নেটওয়ার্কিং সাইটটি।
আজকের দিনে টুইটারকে ব্যারোমিটার -এর সঙ্গে তুলনা করা হয়।ব্যারোমিটার দিয়ে যেমন বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, টুইটারও খানিকটা তেমন ভূমিকা পালন করে। টুইট দেখে বোঝা যায় দেশের হালচাল। রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা থেকে শুরু করে আম আদমি আজকাল সবাই নিজ নিজ অভিমত দিতে ব্যস্ত টুইটারে।১৩ বছরের এই কিশোর টুইটার আচরণ করে ঠিক মানুষের মতোই। সর্বদায় ছটফটে তারুণ্যে ভরপুর এই সোশ্যাল সাইট। কিশোরদের সমস্যা হল তারা বুঝতে পারে না ঠিক কী আচরণ করলে সকলে খুশি হবেন। কখনো তাদের আচরণ দেখে বড়রা বলেন ইঁচড়ে পাকা কখনো চিমটি কেটে বলে ছেলেমানুষি ছাড়ো যথেষ্ট বয়স হয়েছে। এই দুই চাপে পড়ে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে কিশোররা। কিন্তু তাতে কিছু যায় আসে না। কিশোর মানে একটা কল্পনাময় বিস্তৃত সম্ভাবনা। সেই সম্ভাবনার উপরে ভর দিয়েই তৈরি হয় যৌবন যা মানব জীবনের অন্যতম সেরা সম্পদ। টুইটারে সমস্যা হলো সেও বুঝতে পারছে না তা ঠিক পরিচয় কেমন হওয়া উচিত। বিস্তৃত সম্ভাবনা বুকে নিয়ে বিশ্বজুড়ে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে ১৩ বছরের এই টিনএজ সোশ্যাল সাইট।

জেনে নিন কয়েকটা ইনফো-

Exit mobile version