ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন, জানালেন হৃতিক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বলিউডের জন্য সময়টা একেবারে ভালো যাচ্ছে না৷ একের পর এক অভিনেতা অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ সোনালি বেন্দ্রে, ইরফান খানের পর ক্যান্সারের ছোবল এবার রোশন পরিবারে।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে ছবি শেয়ার করে,রাকেশ রোশনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তাঁর ছেলে হৃত্বিক রোশন। লেখেন,’কয়েক সপ্তাহ আগে বাবার গলায় ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়ে৷ আজ তাঁর সার্জারি হওয়ার কথা৷ কিন্তু এদিনও জিমে যাওয়া ভোলেননি বাবা৷ তাঁর মনের জোর সাংঘাতিক৷ এরকম মনের জোর আর কারোর আছে কিনা জানা নেই৷ তাঁর মতো লিডার পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান৷ লাভ ইউ বাবা। ছবিতে বাবা-ছেলেকে দেখা যাচ্ছে একসঙ্গে জিমে ওয়ার্কআউটের পোশাকে।
উল্লেখ্য, রোশন ‘কোই মিল গ্যায়া’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘কর্ণ-অর্জুন’ প্রমুখ চলচ্চিত্রের পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে পর্দা কাঁপিয়েছেন খুবসুরত, ‘খেল খেল মে’ ইত্যাদি বহু চলচ্চিত্রে। গত বছর ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা ইরফান খান৷ তারপর সোনালি বেন্দ্রে, নাসিফা আলি, তাহিরা কাশ্যপও এই একই রোগে ভোগার কথা স্বীকার করেন৷ অতি সম্প্রতি প্রবীণ বলিউড অভিনেতা ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর মেলে৷ চিকিৎসার জন্য সপরিবারে পাড়ি দেন আমেরিকা৷ যদিও এখন অবধি ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে কাপুর পরিবার৷ কিন্তু সূত্রের খবর, তিনিও এই মারণ রোগে আক্রান্ত৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest