Site icon The News Nest

গগনচুম্বী বক্স অফিস সাফল্য! প্রথম দিনেই ৪২ কোটির ব্যবসা করল ভাইজানের ‘ভারত’

bharat

#মুম্বই: ইদ মানেই সিনে প্রেমীদের উপহার দেবেন সলমন খান। ২০১৯ ও তার ব্যতিক্রম নয়। আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ বছর সলমনের তরফে ইদের উপহার। ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি— প্রায় সব কিছুই এ ছবির কোনও না কোনও অংশে ধরতে চেষ্টা করেছেন সলমন। সে ছবি কতটা পছন্দ করলেন দর্শক? বক্স অফিসে প্রথম দিনের রেজাল্ট কেমন?

জানা গিয়েছে, মুক্তির প্রথম দিনেই ৪২.৩০ কোটি টাকা আয় করে ফেলেছে সলমন-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’। গতকাল অর্থাৎ বুধবার ইদ উপলক্ষে দেশের ৪৭০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তারপরেই এহেন গগনচুম্বী বক্স অফিস সাফল্য! বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, ছাপিয়ে গিয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়‘, ‘প্রেম রতন ধন পায়ো’ এবং ‘সুলতান’-এর রেকর্ডকেও। ফিল্ম বিশ্লেষক তরণ আদর্শ ‘ভারত’-এর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সলম্যানিয়ায় ভুগছে ভারত। বক্স অফিসে ঝড় তুলেছে এবং এখনও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেন সলমন খানের ‘ভারত’। সলমন এবং আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪.১০ কোটি) আর ‘সুলতান’-এর (৩৬.৫৪ কোটি) থেকেও প্রথম দিনে বেশি ব্যবসা করল ‘ভারত’ প্রথম দিনেই ৪২.৩০ কোটি টাকা আয় করল।”

ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি… ছবিতে সলমনকে প্রায় সব ধরনের মুডেই দেখা গিয়েছে। গতকাল বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের উত্তেজনা ছিল। কিন্তু তা সত্ত্বেও সল্লু মিঞা যে ক্রাউড পুলার— তা যেন আরও একবার প্রমাণিত হল।‘ভারত’-এ দীর্ঘ দিন পরে বড়পর্দায় ফিরেছেন সলমন-ক্যাটরিনা জুটি। ফের তাঁদের রোম্যান্স দেখার সুযোগ পেলেন দর্শকের। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’’ সব মিলিয়ে সলমনের ছবি দেখতে যে বহু সিনেপ্রেমী সিনেমা হলে যাচ্ছেন, তার প্রমাণ প্রথম দিনের বক্স অফিসের রেজাল্ট। এমনটাই মনে করছে টিম ‘ভারত’।

Exit mobile version