গঙ্গার গ্রাসে জাতীয় সড়ক, কলকাতা থেকে বিচ্ছিন্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

# দক্ষিণ ২৪ পরগনা:  বৃহস্পতিবার সকালে ১১৭ নং জাতীয় সড়কে ধস নেমে রাস্তার একাংশ তলিয়ে গেল হুগলি নদীতে। এর ফলে পুরোপুরি থমকে গেছে কাকদ্বীপ-নামখানা-ডায়মন্ডহারবার রুটের যান চলাচল। আচমকা নদীর গ্রাসে রাস্তা চলে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত ডায়মন্ডহারবারের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল ৯.‌৪০ মিনিট নাগাদ জোয়ারের সময় জলের অতিরিক্ত ভারে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের বড় অংশ গঙ্গায় তলিয়ে যায়। ফলে কলকাতা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ডায়মন্ড হারবার–কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগণার একাংশ।
ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সড়কপথে কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার যোগাযোগের মেরুদন্ড হল ১১৭ নম্বর জাতীয় সড়ক। সপ্তাহের মাঝখানে সেই রাস্তা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মুখ থুবড়ে পড়েছে পণ্য পরিবহনও। এই জাতীয় সড়ক দিয়েই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা সহ দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল থেকে পণ্যবাহী ভারী গাড়ি আসে কলকাতায়। ফলে সম্পূর্ণ বিপর্যস্ত পণ্য পরিবহন।

পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অবস্থার পর্যালোচনা করছেন। দ্রুত ব্যবস্থা চলছে বিকল্প রাস্তা খুঁজে বের করার। ঘুরপথে হলেও চেষ্টা চলছে যোগাযোগ ব্যবস্থা ফের শুরু করার। মেরামতির পরে জাতীয় সড়ক কবে আবার আগের অবস্থায় ফিরবে, তা ভেবে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এ দিকে, জোয়ারের জলে ফের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙনের পর দীর্ঘ ক্ষণ কেটে গেলেও শুরু হয়নি জাতীয় সড়ক মেরামতির কাজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest