গোমাংস বিক্রির ‘অপরাধ’, অসমে মুসলিম ব্যবসায়ী খাওয়ানো হল শূকরের মাংস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসম: লোকসভা ভোটের আগে ফের তান্ডব কট্টর হিন্দুত্ববাদীদের। অসমের বিশ্বনাথ জেলায় গোমাংস বিক্রির ‘অপরাধে’ শূকরের মাংস খাওয়ানো হল এক মুসলিম ব্যবসায়ীকে। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে ঘটনাটির ভিডিও। তাতে দেখা যাচ্ছে, এক দাড়িওয়ালা মাঝবয়সি ব্যক্তিকে রাস্তার মাঝে ফেলে তাঁকে ঘিরে ধরেছে একদল মানুষ। জানতে চাওয়া হচ্ছে তিনি বাংলাদেশি কিনা। শুধু তাই নয়, তাঁকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর চেষ্টাও করা হচ্ছে। নির্বাচনের আগে এমন ভিডিও দেখে শিউরে উঠছে গোটা দেশ।

ঘটনা অসমের বিশ্বনাথ চারিয়ালির। গত ৩৫ বছর ধরে এই এলাকাতেই মাংসের ব্যবসা করছেন শওকত আলি নামে বছর আটষট্টির ওই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, সাপ্তাহিক হাটে গোমাংস রান্না করে বিক্রি করছিলেন তিনি। আর সেই কারণেই জনতার ‘শাস্তি’র মুখে পড়তে হল তাঁকে। জল-কাদায় ভরা রাস্তার মধ্যে ওই ব্যক্তিকে ফেলে জিজ্ঞাসা করা হয়, তাঁর ব্যবসার লাইসেন্স আছে কিনা। অসমের নাগরিকপঞ্জির শংসাপত্র রয়েছে কিনা। তিনি বাংলাদেশি নন তো? কেন তিনি ভরা বাজারে গোমাংস বিক্রি করছেন ইত্যাদি ইত্যাদি। এখানেই শেষ নয়, শাস্তিস্বরূপ ওই মুসলিম ব্যক্তিকে প্যাকেট করে আনা শূকরের মাংস খাওয়ানোরও চেষ্টা করে উত্তেজিত জনতা। ভিডিওতে দেখা গিয়েছে, প্রাণ বাঁচাতে সেই নিষিদ্ধ মাংস খেতে বাধ্য হন তিনি।  হেনস্তার শিকার হয়ে গুরুতর চোটও পান শওকত আলি। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে বলে খবর।

ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন শওকত আলির পরিবার। কাছার জেলার এসপি রাকেশ রোশন জানান, রবিবারের ঘটনার কথা ছড়িয়ে পড়ার পরই কাছারের বাসিন্দা শওকতের ভাই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসপি রাকেশ রৌশন জানিয়েছেন এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ শান্তি বৈঠক ডেকেছেন জেলাশাসক। এর ভিডিয়ো না ছড়ানোর আর্জি রেখেছে প্রশাসন। উল্লেখ্য, অসমে গোমাংস বিক্রি বা খাওয়া কোনোটাই নিষিদ্ধ নয়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest