চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে এই ৭ ফিচার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে ভারত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ফরেস্টার রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর এর মধ্যে ২০ কোটিরও বেশি গ্রাহক প্রতিদিন WhatsApp ব্যবহার করেন। এ বার WhatsApp ব্যবহারীর সংখ্যা আরও বাড়াতে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করার কথা ভাবছে সংস্থা। যতবার মুঠোফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করার নোটিফিকেশন আসে, ততবারই আপনার মনে হয় নিশ্চয়ই নতুন কিছু সুবিধা পাওয়া যাবে৷ তাই তো? বিশেষজ্ঞরাও আপনার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপে নতুন কিছু ফিচার যুক্ত করার কথা ভাবছে৷ ২০১৯-র মধ্যেই হয়তো যুক্ত হতে পারে সেই ফিচারগুলি৷আসুন দেখে নেওয়া যাক ২০১৯ সালে WhatsApp-এ নতুন কী কী ফিচার যুক্ত হতে পারে…
১। নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন: এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরা যখন অনলাইন হবেন, তখনই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন৷ এই ফিচারের মাধ্যমে যখনই আপনি অনলাইন হবেন, তখনই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন৷ আর আপনি সেরে নিতে পারবেন প্রয়োজনীয় কথোপকথন৷

২। প্রোফাইল পিকচার ভিউআর্স: নতুন এই ফিচারটি WhatsApp-এ যুক্ত হলে, আপনি অনায়াসে দেখতে পারবেন কে কে আপনার প্রোফাইল পিকচার দেখেছেন৷

৩। সিডিউল মেসেজ: ধরুন আগামিকাল কারও জন্মদিন৷ ঠিক রাত ১২টা বাজলেই আপনি তাঁকে শুভেচ্ছা জানাতে চান৷ কিন্তু রোজকার কাজের ব্যস্ততায় তা ভুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে৷ তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই থাকতে পারে সিডিউল মেসেজের বন্দোবস্ত৷ ওই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই কোনও মেসেজ সিডিউল করে রাখতে পারেন৷

৪। লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস: আপনি খুব আনন্দিত কিংবা দুঃখিত৷ অথবা, আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে৷ ব্যস, সঙ্গে সঙ্গেই আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের মাধ্যমে অনুভূতি প্রকাশ করলেন৷ এই অভ্যাস বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর রয়েছে৷ অনেক সময় আপনার স্ট্যাটাস দেখে ব্যক্তিগতভাবে নিজের মতামতও প্রকাশ করেন কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতরা৷ ‘লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস’- এর মাধ্যমে ফেসবুকের মতো লাইক এবং ডিসলাইকও দিতে পারবেন আপনি৷

৫। অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল: ২০১৯ সালে WhatsApp-এ যুক্ত হতে পারে এই আকর্ষণীয় ফিচারটি। ওই ফিচারের সাহায্যে যে কোনও উত্সব-অনুষ্ঠানেই আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাবে এক ক্লিকেই।

৬। ইগনোর বটন: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে ইগনোর বটন৷ মেসেজ আসলে তা প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় তা বোঝার জন্য আপনাকে পড়তে হয়৷ পরে হয়তো বুঝতে পারেন যে তা এক্কেবারেই অপ্রয়োজনীয়৷ তখন আপনি বিরক্ত হন৷ কিন্তু মোবাইলের ওপারের ব্যক্তি তা বুঝতে পারছেন না৷ তিনি অথচ আশা করছেন আপনি পালটা তাঁকে কিছু বলবেন৷ এই ইগনোর বটন থাকলে আপনি তাঁকে অনায়াসেই বোঝাতে পারবেন যে ওই মেসেজ পড়ে আপনি বিরক্ত হয়েছেন৷

৭। ডু নট ডিসটার্ব: ২০১৯ সালে WhatsApp-এ যুক্ত হতে পারে ‘ডু নট ডিসটার্ব’ বটন৷ যার পাঠানো মেসেজে আপনি বিরক্ত হন এই ফিচারের সাহায্যে তাঁকে আপনার উপযুক্ত প্রতিক্রিয়াও জানাতে পারেন৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest