চিনে নিন বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া ৫ বোলারকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: দেখতে দেখতে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ক্রিকেট কাপযুদ্ধ। দেশের জার্সিতে নামবেন তারকা ক্রিকেটাররা। দলে ব্যাটসম্যানরা যেমন গুরুত্বপূর্ণ তেমনই বোলাররাও।

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া, বিশ্বকাপ-৪, ম্যাচ-৩৯, উইকেট-৭১)

367969 glenn mcgrath 2

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। মোট ৭১। দু’বার ৫টি করে উইকেট নিয়েছেন। ১৯৯৬-এ প্রথম বিশ্বকাপ। তিনবার বিশ্বকাপ জিতেছেন। নিজের শেষ বিশ্বকাপ ২০০৭-এ ব্যক্তিগত ভাবে সর্বাধিক উইকেট নেন। মোট ২৬। সেই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাকগ্রা।

 মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা, বিশ্বকাপ-৫, ম্যাচ-৪০, উইকেট-৬৮)

Murali

তালিকায় একমাত্র স্পিনার তিনি। বিশ্বকাপের ইতিহাসে ৬৮ উইকেট নিয়েছেন স্পিনের জাদুকর। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি, শ্রীলঙ্কার হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে কাপ জেতেন। ব্যক্তিগত ভাবে ২০০৭ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন তিনি। মোট ২৩।

ওয়াসিম আক্রাম (পাকিস্তান, বিশ্বকাপ-৫, ম্যাচ-৩৮, উইকেট-৫৫)

1280x720 iGs

অনেকের কাছেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বাঁ-হাতি পেস বোলার। তালিকায় ৫৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন (৫০২)। ১৯৮৭-তে প্রথম বিশ্বকাপ। ১৯৯২ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। মোট ১৮। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ২০০৩-এ শেষ বিশ্বকাপ খেলেন।

চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা, বিশ্বকাপ-৪, ম্যাচ-৩১, উইকেত-৪৯)

Chaminda Vaas Sri Lanka

তালিকায় দ্বিতীয় বাঁ-হাতি বোলার শ্রীলঙ্কার ভাস। ১৯৯৬-এ প্রথম বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই শ্রীলঙ্কা জার্সিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ব্যক্তিগত ভাবে ২০০৩ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন। মোট ২৩টি। শেষ বিশ্বকাপ ২০০৭-এ ১৩টি উইকেট নেন। রানার্স হয় শ্রীলঙ্কা।

৫। জাহির খান (ভারত, বিশ্বকাপ-৩, ম্যাচ-২৩, উইকেট-৪৪)

জাভাগাল শ্রীনাথ (ভারত, বিশ্বকাপ-৪, ম্যাচ-৩৪, উইকেট-৪৪)

385734 javagal zaheer

তালিকায় পঞ্চম স্থানে দু’জন রয়েছেন। দু’জনেই প্রাক্তন ভারতীয় পেসার। জাহির খান এবং জাভাগল শ্রীনাথ। দু’জনেই বিশ্বকাপে ৪৪টি করে উইকেট নিয়েছেন। তবে জাহির খান ম্যাচ খেলেছেন কম। মোট ২৩। জাহিরের প্রথম বিশ্বকাপ ২০০৩। প্রথম বিশ্বকাপে বেশ নজর কেড়েছিলেন মোট ১৮ উইকেট নিয়ে। নিজের শেষ বিশ্বকাপ ২০১১-য়ে, ২১ উইকেট নিয়ে যুগ্ম সর্বাধিক উইকেট নিয়েছিলেন শহিদ আফ্রিদির সঙ্গে। ভারতের জার্সিতে বিশ্বকাপও জিতেছিলেন জাহির।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest