‘চৌকিদার চোর হ্যায়’ জবাবে খুশি নয় শীর্ষ আদালত, ফের নোটিস রাহুলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: রাফাল মামলা প্রসঙ্গে কেন ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য করা হয়েছিল, তা নিয়ে কংগ্রেস সভাপতির জবাবে খুশি নয় সুপ্রিম কোর্ট। এই জন্য রাহুল গান্ধীকে নোটিস পাঠালো দেশের শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন বিজেপি নেত্রী ও সাংসদ মীনাক্ষি লেখি। আগামী ৩০ এপ্রিল বিজেপি নেত্রী মীনাক্ষি লেখির করা আদালত অবমামনার মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একই দিনে শোনা হবে রাফাল রায়ের পুনর্বিবেচনার আবেদনও।

এপ্রিলের শুরুতে সুপ্রিম কোর্ট বলে, মিডিয়ায় ফাঁস হওয়া নথিগুলি রাফায়েলের রিভিউ পিটিশনে ব্যবহার করা যাবে। সরকার আপত্তি করেছিল, গোপন নথি ফাঁস করা ঠিক হবে না। কিন্তু আদালত সেই বক্তব্য উড়িয়ে দেয়। অমেঠীতে মনোনয়ন জমা দেওয়ার সময় রাহুল বলেন, এখন সুপ্রিম কোর্টও পরিষ্কার করে দিল, চৌকিদারজি চুরি করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা দুর্নীতি করেছেন।রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি।

সোমবার আদালতে জমা দেওয়া হলফনামায় রাহুল জানিয়েছিলেন, ‘‘দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচনী প্রচারের মধ্যে করা আমার মন্তব্য গুলিয়ে গিয়েছে। আমি এটা একেবারেই বলতে চাইনি। তবে এর জন্য আমি দুঃখিত।’’ হলফনামায় রাহুল এ-ও বলেন, ‘‘বিরোধীদের আর্জিতে বোঝানোর চেষ্টা হয়েছে, আমি ইচ্ছে করেই আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করতে চেয়েছি। কিন্তু তেমন উদ্দেশ্য আমার ছিল না।’’ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাহুলের কৌঁসুলি অভিষেক সিংভি বলেন, কংগ্রেস সভাপতি ব্যাখ্যা করেছেন, কোন পরিস্থিতিতে তিনি ওই মন্তব্য করেছিলেন। যদিও রাহুলের এই দুঃখপ্রকাশে খুশি নয় সুপ্রিম কোর্ট। সেই কারণেই  তাঁকে ফের নোটিস পাঠাল শীর্ষ আদালত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest