Site icon The News Nest

ছেঁটে ফেলা হল আডবানীকে, সারা দেশে ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

bjp meeting

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে সারা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। এই মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে আজকের সাংবাদিক বৈঠকে জানিয়েছে বিজেপি।সাংবাদিক বৈঠকে প্রার্থীতালিকা প্রকাশ করেন জেপি নাড্ডা।

জানানো হয়েছে, উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী, লখনউ আসনে রাজনাথ সিংহ, গুজরাতের গাঁধীনগরে লালকৃষ্ণ আডবাণীর জায়গায় প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি  অমিত শাহ এবং মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন নিতিন গডকরি। এ ছাড়া উত্তরপ্রদেশের মথুরায় বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন হেমা মালিনী, অমেঠিতে বিজেপির হয়ে লড়বেন স্মৃতি ইরানি। উন্নাওতে বিজেপি প্রার্থী স্বামী সাক্ষী মহারাজ এবং গাজিয়াবাদে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রালে বিজেপি প্রার্থী পুনম মহাজন এবং অরুণাচল পশ্চিমে বিজেপি প্রার্থী হলেন কিরেন রিজিজু।

 

Exit mobile version