Site icon The News Nest

জঙ্গিহানার পর এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান শ্রীলঙ্কায়, ইস্টারে ক্ষতিগ্রস্ত গির্জায় শ্রদ্ধা জানালেন মোদী

sri lanka

#কলম্বো: দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরে মলদ্বীপ ছুঁয়ে ভারতে ফেরার আগে আজ, রবিবার শ্রীলঙ্কায় পৌঁছলেন নরেন্দ্র মোদী। গত এপ্রিলে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণের পর মোদীই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যিনি শ্রীলঙ্কায় গেলেন।

কলম্বো বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। তার পর প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তাঁর সচিবালয়ে পৌঁছবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে সরকারি ভাবে অভ্যর্থনা জানানো হবে। দু’দিনের বিদেশ সফরে শনিবার মলদ্বীপে যান মোদী। দু মাস আগে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার পর বিশ্বের এই কোনও রাষ্ট্রপ্রধান সেখানে গেলেন। এদিন  কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার একাধিক জায়গায় বিস্ফোরণ হয়। তার মধ্যে ওই গির্জাও ছিল। শ্রীলঙ্কায় জঙ্গি হামলা মৃত্যু হয় কমপক্ষে ২৫৮ জন।

কলম্বো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন রনিল বিক্রমাসিঙ্ঘে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে, বিরোধী দলনেতা তথা  প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করবেন মোদী। এরপর সে দেশের প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। এ দিনই বিকেল ৩টে দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

আজ শ্রীলঙ্কায় পৌঁছে টুইটে মোদী লেখেন, সুন্দর দ্বীপরাষ্ট্রটিতে এসে  দারুণ লাগছে। এ নিয়ে গত ৪ বছরে তৃতীয়তম সফর। শ্রীলঙ্কার যে কোনও প্রয়োজনে ভারত রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Exit mobile version