#Loksabha Elections 2019: জনসংযোগ বাড়াতে আজ রাত সাড়ে ন’টায় ফেসবুক লাইভে সিপিএম প্রার্থী আভাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: এবারের ভোট যুদ্ধে সোশ্যাল মিডিয়া বড়সড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে সিপিএম প্রার্থীদের কাছেও৷ তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে এটাই তাঁদের তুরুপের তাস। এবার কমরেডরা অবতীর্ণ হচ্ছেন ফেসবুক লাইভে। রবিবার, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরি ফেসবুক লাইভে মুখোমুখি হতে চলেছেন ভোটারদের। সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজে এই লাইভ হবে।

রাত সাড়ে ন’টা থেকে দশটা পনেরো পর্যন্ত এই সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে। রবিবার সকাল এগারোটার মধ্যে সিপিএমের ফেসবুক পেজের ইনবক্সে প্রশ্ন পাঠাতে পারবেন ভোটার-সহ এই কেন্দ্রের স্থানীয় মানুষজন। শনিবার রাত পর্যন্ত ৯১ জন ১৫৪টি প্রশ্ন পাঠিয়েছে বলে সূত্রের খবর। সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রার্থী, এমনটাই দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

https://www.facebook.com/photo.php?fbid=2099511166782122&set=pcb.2099511633448742&type=3&__tn__=HH-R&eid=ARDlHhsmrB1yvwdWGD9GvPEjqCJkg5eyyA_FhHSz1dZ2JFK_eAyZAWu-wtiLc52m5QEtzvewmn2kWMSM

এই লাইভ নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত প্রার্থী আভাস রায়চৌধুরি। তিনি জানান, “শুধুমাত্র আমাকেই ভোট দেওয়ার আবেদন নয়। কেন বামপন্থীদের ভোট দেবেন, এটা প্রচার করাই উদ্দেশ্য। প্রচারে গিয়েই অনুভব করেছি, একটি বড় অংশের মানুষের মধ্যে এখনও বামপন্থার প্রতি বিশ্বাস, ভরসা আছে৷ আমরা যেখানে পৌঁছতে পারছি না, সেখানে আমাদের পৌঁছে দেবে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক।” দলের তরুণ প্রার্থীর ফেসবুক লাইভ কতটা জনপ্রিয় হয়, তা তো বোঝা যাবে এদিন রাতেই৷ তবে এই প্রযুক্তি আদৌ বামপন্থীদের ভোটবাক্স কতটা ভরাতে পারে, সেটাই মূল দেখার বিষয়৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest