Site icon The News Nest

জল সমস্যা নিয়ে কথা বলতেই বিরোধী দলের এক নেত্রীকে রাস্তায় ফেলে থাপ্পড়-লাথি বিজেপি বিধায়কের, দেখুন ভিডিও

bjp mla

#আহমেদাবাদ: জলের সমস্যা নিয়ে এলাকা বিধায়কের সঙ্গে কথা বলতে গিয়ে কপালে জুটল থাপ্পড-লাথি। প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হল এক এনসিপি নেত্রীকে। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জলের সমস্যা নিয়ে অমদাবাদের নারোদা বিধানসভার বিধায়ক বলরাম থাওয়ানির সঙ্গে কথা বলতে যান এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি। নীতুর অভিযোগ, “কোনো কথা শোনার আগেই উনি আমাকে থাপ্পড় মারতে থাকেন। আমি মাটিতে পড়ে গেল উনি আমাকে লাথি মারেন। আমার স্বামীকেও ওরা মারধর করেছে।” বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়াতেই সাফাই গাওয়ার চেষ্টা করেছেন ওই বিধায়ক। এদিকে গোটা বিষয়টাই উড়িয়ে দিয়েছেন বলরাম। তিনি বলেন, নিজে বাঁচার জন্যই তিনি পা চালিয়েছিলেন। বলরাম বলেন, ৫০ জন মহিলা ও ২০ জন পুলিস জলের সমস্যা নিয়ে কথা বলতে এসেছিল। ওদের সোমবার আমার অফিসে আসতে বলেছিলাম।

বলরামের অভিযোগ, জনতা আমাকে ঘেরাও করেছিল। ওদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন জনতার মধ্যে থেকে কেউ আমাকে ঘুঁসি মারে। এরপরই হুড়োহুড়ি পড়ে যায়। সবই অফিসের ভেতর থেকে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এর মধ্যেই মহিলাদের ওপরে চড়-ঘুঁসি পড়তে থাকে।

 

Exit mobile version