Site icon The News Nest

জাপানে অ্যানিমেশন স্টুডিয়োতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু ২৪ জনের, ধৃত আততায়ী

JAPAN

#টোকিও : জাপানের কিয়োটো শহরের অ্যানিমেশন স্টুডিয়োতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ২৪ জন| এছাড়াও আহতের সংখ্যা কমপক্ষে ২০ জন|

কিয়োটো শহরের দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিয়োতে ভয়াবহ আগুন লাগে| বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন| প্রশাসন সূত্রের খবর, সকাল ১০.৩০ মিনিট নাগাদ অ্যানিমেশন স্টুডিয়োতে আগুন লাগে| আগুন লাগার পরই স্টুডিয়োতে বিস্ফোরণ হতে থাকে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৪৮টি ইঞ্জিন| অনুমান করা হচ্ছে, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন কমপক্ষে ২৪ জন|

অ্যানিমেশন স্টুডিয়োতে ইচ্ছাকৃভাবে আগুন লাগানোর সন্দেহ করা হচ্ছে একজনকে| বছর ৪০-এর ওই সন্দেহভাজনকে গ্রেফতার কিয়োটো পুলিশ| কিয়োটো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বছর ৪০-এর একজন সন্দেহভাজন গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অ্যানিমেশন স্টুডিয়োতে| সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

জাপানে অপরাধের হার খুবই কম। সেদেশে অনেকে কাঠের বাড়িতে বাস করেন। সেখানে আগুন লাগানো খুবই গুরুতর অপরাধ বলে গণ্য করা হয়। কিয়োটো পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, আমরা এখনও জানতে চেষ্টা করছি, কেন ওই অফিসে আগুন লাগানো হল। আপাতত আপনাদের এটুকুই বলতে পারি।

Exit mobile version