জেনে নিন চিকেন মাঞ্চুরিয়ানের সহজ রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: চিকেন মাঞ্চুরিয়ানের জন্ম চীনে না হলেও ভারতবর্ষে একে চাইনিজ পদ হিসেবেই খায়৷ যে দেশেরই হোক চিকেন মাঞ্চুরিয়ান আসলে কিন্তু স্বাদে অনন্য।

আসুন শিখে নেওয়া যাক চিকেন মাঞ্চুরিয়ান তৈরির রেসিপি:

উপাদান

ম্যারিনেশনের জন্য

চিকেন কিমা-২৫০ গ্রাম, একটা ডিমের সাদা অংশের অর্ধেকটা, গোলমরিচ গুঁড়ো-১/৮ চা চামচ, সয়া সস-১ চা চামচ, চিলি পাউডার-২ চিমটি, কর্ন ফ্লাওয়ার-২ টেবিল চামচ, রাইস ফ্লাওয়ার-২ টেবিল চামচ, আদা, রসুন বাটা-১ চা চামচ, নুন-স্বাদ মতো, তেল-প্রয়োজন মত

মাঞ্চুরিয়ান সসের জন্য

রসুন কুচি-১ টেবিল চামচ, আদা কুচি-আধা টেবিল চামচ, পেঁয়াজ-১টা মাঝারি, সয়া সস-দেড় চা চামচ, রেড চিলি সস-২ টেবিল চামচ, ভিনেগার-১ চা চামচ, চিকেন স্টক-১ কাপ, কর্নফ্লাওয়ার-২ চা চামচ, জল -৩ টেবল চামচ, নুন-স্বাদ মত, চিনি-আধ চা চামচ, ডুমো করে কাটা ক্যাপসিকাম-৩/৪ কাপ, পেঁয়াজকুচি-সবুজ ও সাদা অংশ আলাদা করে

তৈরির পদ্ধতি

চিকেন মাঞ্চুরিয়ান-চিকেন, সয়া সস, নুন, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন৷ ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন৷ চিকেন কিমা ১০-১২টা ভাগে ভাগ করে নিয়ে গোল গোল বল তৈরি করে নিন৷ ময়দা, ডিমে কোট করে তেল গরম করে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন৷ খেয়াল রাখবেন চিকেন যেন ভিতর থেকে ভাল করে সিদ্ধ হয়৷

মাঞ্চুরিয়ান সস-কর্নফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে নিন৷ আরেকটা ছোট বাটিতে ভিনিগার, রেড চিলি সস একসঙ্গে মিশিয়ে নিন৷ চিকেন ভাজা তেল আধা টেবল চামচ মতো কড়াইতে রেখে বাকিটা তুলে রাখুন৷ ওই তেলে আদা, রসুন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়৷ পেঁয়াজ দিয়ে নাড়ুন যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে৷

এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নাড়ুন৷ এরপর আস্তে আস্তে সসগুলো মিশিয়ে দিন৷ বুদবুদ কাটতে শুরু করলে জলে গোলা কর্নফ্লাওয়ার ও ১ কাপ স্টক দিন৷ ভাল করে মিশে বুদবুদ কাটলে চিকেনের বল দিয়ে দিন৷ ৫-৬ মিনিটের বেশি ফোটাবেন না৷ পেঁয়াজকুচি দিয়ে টস করে নামিয়ে নিন৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest