Site icon The News Nest

ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ কভারেজে রাজি মুখ্যমন্ত্রী, এ বার অপেক্ষা বৈঠকের

nrs 8

#কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের ইতি। শেষপর্যন্ত নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বৈঠকটি চ্যানেলে লাইভ দেখা যাবে? বিষয়টি সংবাদমাধ্যমের উপরই ছে়ড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে যেকোনও দুটি বা তিনটি জাতীয় সংবাদমাধ্যমকে বা এজেন্সিকে বৈঠকে ঢুকতে দেওয়া হবে এবং সেখানে থেকেই ফিড পাবেন অন্যান্য সংবাদমাধ্যম। উল্লেখ্য, ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে শুরু হয়েছে প্রস্তুতি। রয়েছেন এন্টালি থানাও। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে পৌঁছাবেন ১৪ টি হাসপাতালে ৩০ জন প্রতিনিধি।

এ দিন দুপুর তিনটেয় নবান্নের অডিটোরিয়ামে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক স্থির হয়েছিল মুখ্যমন্ত্রীর। আড়াইটের মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল আন্দোলনকারীদের। কিন্তু আমন্ত্রণ পত্রে লাইভ কভারেজের কোনও উল্লেখ নেই বলে বেঁকে বসেন তাঁরা। সরকারের তরফে অনুমতি না মিললে বৈঠকে যাবেন না বলেও সাফ জানিয়ে দেন। তার পরই মুখ্যমন্ত্রীর তরফে লাইভ কভারেজের অনুমতি দিয়ে দেওয়া হয়। একটি চিঠি প্রকাশ করে তা জানান এনআরএস-এর অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়।

রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজ থেকে পাঁচজন করে প্রতিনিধিকে বৈঠকে রাখতে হবে বলে এর আগে দাবি তুলেছিলেন আন্দোলকারীরা। তবে গতকাল দু’জন করে মোট ২৮ জনের প্রতিনিধি দলকে বৈঠকে বৈঠকে থাকার অনুমতি দেয় স্বাস্থ্য দফতর। তবে এ দিন আরও চার-পাঁচ জনকে  বৈঠকে হাজির থাকার অনুমতি দেওয়া হয়। রাজ্য সরকারের পাঠানো একটি বাসে চেপেই নবান্নের উদ্দেশে রওনা দিচ্ছে আন্দোলকারী ডাক্তারদের প্রতিনিধি দল। তাদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। তবে পূর্ব নির্ধারিত সময়ে বৈঠক শুরু নাও করা যেতে পারে।

Exit mobile version