Site icon The News Nest

ডি-ব্রিফিং শেষ, মেডিক্যাল লিভে গেলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান

ABHI 5

নয়াদিল্লি : ডি-ব্রিফিং শেষ করে মেডিক্যাল লিভে গেলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।  গতমাসে পাকিস্তানের হাতে বন্দী হয়েছিলেন তিনি। প্রায় ৬০ ঘন্টা তাঁকে আটকে রাখে ইমরান খান সরকার। ভারতের চাপে শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্থান। দেশে ফেরার পর দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। সেখানে দু সপ্তাহ ধরে তাঁর নানারকম মেডিক্যাল পরীক্ষানিরীক্ষার পাশাপাশি চলেছে ডিব্রিফিং-ও।বৃহস্পতিবার তাঁর সেই ডিব্রিফিং-এর পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। জানা গিয়েছে,এখন  তিনি কয়েক সপ্তাহের জন্য সিক লিভ-এ যাবেন।তাঁকে ছুটিতে যাওয়ার সেনা হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। সিক লিভ থেকে ফিরে ফের পাইলট হিসাবে কাজ করবেন, না তাঁকে অন্য কোনও ডিউটি দেওয়া হবে, তা পরে ঠিক করবে বায়ুসেনা।

গত মাসের ২৭ ফেব্রুয়ারি  ৩৫ বছরের অভিনন্দন বায়ুসেনার যে মিগ-২১ বাইসন উড়িয়ে পাকিস্তানের এয়ার ফোর্সের বিমান তাড়া করেছিলেন, সেটিকে গুলি করে নামায় পাক সেনা। যে দুদিন সে দেশের সেনাবাহিনীর অধীনে উইং কমান্ডার অভিনন্দন ছিলেন, সেই দুদিন সেখানে ঠিক কী কী হয়েছিল, সেটাই অভিনন্দনের কাছ থেকে জানতে চেয়েছে বায়ুসেনা ও অন্যান্য এজেন্সি। তাঁর উপর অত্যাচার হয়েছিল কোনও, মানসিক নিপীড়ন কতটা হয়েছিল, তাঁকে কী কী বলতে বাধ্য করা হয়েছিল, জোর করে কোনও স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়েছিল কি না ইত্যাদি সবই ডিব্রিফিং-এর অঙ্গ। তিনি কতটা মিডিয়ার কাছে বা প্রকাশ্যে বলতে পারবেন, কী কী একেবারেই বলা যাবে না, সে সবও ঠিক করে দেওয়া হয় ডিব্রিফিং-এ। পাকিস্তানের মাটিতে তাঁর অবতরণের মুহূর্ত থেকে ওয়াঘা সীমান্ত হয়ে তাঁর ভারতে ফেরার প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়েছে ভারতীয় সেনা ও ভারতের অন্য গুপ্তচর ও গোয়েন্দা সংস্থা কর্তৃপক্ষ।

 

Exit mobile version