ড্রোন নজরদারির পর নো-ফ্লাই জোনে পাক সুপারসনিক জেট, সীমান্তে হাই আল্যার্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রীনগর : চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ফের একবার নিয়ন্ত্রণরেখায় দেখা মিলল পাকিস্তানি বায়ুসেনার দু’টি যুদ্ধবিমানের। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে ১০ কিলোমিটার দূরে পাকিস্তানি বায়ুসেনার দু’টি বিমানকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে সেনা সূত্রে খবর।বায়ুসেনার রাডারেও ধরা পড়ে বিমান দু’টি। তবে নো-ফ্লাই জোনে বিমান দু’টি ঘোরাফেরা করলেও, তাতে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘিত হয়নি। লঙ্ঘিত হয়নি রাতের আকাশসীমাও। বরং নো-ফ্লাই জোনে কিছু ক্ষণ ঘোরা ফেরা করে তীব্র গতিতে বেরিয়ে যায় বিমান দু’টি।

বালাকোটে এয়ার স্ট্রাইকের পর এখনও পর্যন্ত চারবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানের ড্রোন। সেনার দাবি, বিপক্ষের রাডারে যাতে না ধরা পরে সেই কারণে তীব্র গতির সুপারসনিক জেট ব্যবহার করা হয়েছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনার রাডারে ধরা পড়ার সঙ্গে সঙ্গে গতি বাড়িয়ে উধাও হয়ে যায় সেটি। সঙ্গে সঙ্গে হাই আল্যার্ট জারি করে এয়ার ডিফেন্স সিস্টেম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest