তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়াতেই কালো মেঘে ঢেকে গেল চারদিক। বিকেলেই শুরু হয়েছে বৃষ্টি। শুধুমাত্র কলকাতা নয়, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। রবিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী তিনদিন অর্থাৎ, রবি, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম। তবে কলকাতার বাসিন্দাদের হতাশ হওয়ার কারণ নেই বলেও জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কলকাতাতেও ভাল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী তিন-চারদিন বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হবে না।

নির্দিষ্ট সময়ের অনেক পরে রাজ্যে বর্ষার আগমন ঘটেছে। দক্ষিণবঙ্গে ৮ জুনের পরিবর্তে ২১ জুন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হওয়ায়, ঠিক মতো বৃষ্টি হয়নি এত দিন। কলকাতা বৃষ্টির ঘাটতি (১-২৮ জুন) প্রায় ৬৮ শতাংশ। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনায় ৬০, উত্তর ২৪ পরগনায় ৭৫, হাওড়ায় ৬৫, পূর্ব মেদিনীপুরে ৪৭ এবং পশ্চিম মেদিনীপুরে ৪৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে এখনও। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ রবিবার আরও শক্তিশালী হয়ে উঠবে। ফলে দুর্বল মৌসুমী বায়ুর প্রভাবে এতদিন দক্ষিণবঙ্গে বর্ষার যে খরা চলছিল, তার থেকে অনেকটাই মুক্তি মিলতে পারে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest