Site icon The News Nest

দলবদলের ঢল, দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলারের বিজেপিতে

Darjeeling

#দার্জিলিং: দার্জিলিং পুরসভার গোর্খা জনমুক্তি মোর্চার ১৭ জন কাউন্সিল দলবদল করলেন শনিবার। এ দিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের উপস্থতিতে তাঁরা যোগ দিলেন গেরুয়া শিবিরে।

দলবদল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুকুলবাবু বলেন, “আজ থেকে দার্জিলিং পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা চলে এল বিজেপির হাতে। আগামী কয়েক দিনের মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে বিজেপি-র বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত। তিনি এ দিন দার্জিলিঙের ‘পুলিশি রাজে’র কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ‘‘পাহাড়ে ভীষণ অত্যাচার চালানো হচ্ছে। ঘর থেকে মহিলাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। তাঁদের হেনস্থা করা হচ্ছে। তাই এক জন সাংসদ হিসেবে সেখানকার দুর্দশার কথা আমাকেই বলতে হচ্ছে।’’ রাজু এ দিন জিটিএ ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘জিটিএতে কোনও নির্বাচিত সদস্য নেই। সকলেই মনোনীত।’’ জিটিএর তহবিলের পূর্ণাঙ্গ অডিটেরও দাবি জানিয়েছেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, বিমল গুরুঙদের উপর নির্ভরতা কমিয়ে নিজের পায়ের জোরে সংগঠনকে পাহাড়ের মাটিতে দাঁড় করাতে চাইছে বিজেপি নেতৃত্ব। লোকসভায় ব্যাপক ভোট পেয়েছে বিজেপি। সমতলে প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির। গত ২৯ মে বিনয়পন্থীদের সঙ্গ ছেড়ে অনাস্থা আনে দার্জিলিং পুরসভার ১৮ জন কাউন্সিলর। ফলে সে দিন থেকেই অনিশ্চিত হয়ে পড়ে বর্তমানে ৩২ আসনের দার্জিলিং পুরসভার চলতি বোর্ডের ভবিষ্যত।

২০১৭ সালের মে মাসে পুরভোটে দার্জিলিং পুরসভার ৩২ টা আসনের মধ্যে ৩১টাই দখল করেছিলেন গুরুঙপন্থী কাউন্সিলররা। একটা আসন দখল করে তৃণমূল। পরে ওই তৃণমূল কাউন্সিলরও মোর্চায় যোগ দেন। জুন মাস থেকে পৃথক রাজ্যের দাবিতে বিমল গুরুঙের নেতৃত্বে আন্দোলনে তেতে ওঠে পাহাড়। বিমল গুরুঙের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাতলেবাসে গুলিতে মৃত্যু হয় রাজ্য পুলিশের আধিকারিক অমিতাভ মালিকের। তারপর থেকেই পাহাড়ছাড়া বিমল গুরুঙ, রোশন গিরিরা। রাজ্য সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এরপর থেকেই মোর্চার রাশ বিনয় তামাং এর হাতে। স্বভাবতই দার্জিলিং পুরসভাতেও নেতৃত্বের রাশ চলে যায় বিনয়ের হাতেই।

এত দিন বিনয় তামাং পুরসভাতেও কর্তৃত্ব বজায় রাখলেও পরিস্থিতি বদলাতে শুরু করে লোকসভা ভোটের পর। দার্জিলিং লোকসভায় তৃণমূলের প্রার্থী অমর সিং রাইকে সমর্থন জানান বিনয়পন্থী মোর্চা নেতৃত্ব। অন্যদিকে বিজেপি প্রার্থী রাজু বিস্তকে সমর্থন জানায় গুরুঙপন্থীরা। আদালতে আগাম জামিন নিয়ে ভোটের মুখে পাহাড়ে ফেরারও চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সমর্থ হননি। লোকসভায় বিপুল ভোটে জয়ী হন রাজু বিস্ত। এরপরেই আজ দার্জিলিং পুরসভার ১৮ জন কাউন্সিলর পুরপ্রধান প্রতিভা রাইকে চিঠি দিয়ে জানিয়ে দেন, বিনয়পন্থী এই বোর্ডের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তাঁরা। দ্রুত বৈঠক ডাকার জন্য পুরপ্রধানকে আবেদনও জানান তাঁরা।

Exit mobile version