Site icon The News Nest

দিল্লিকে এড়িয়ে হুরিয়ত নেতাদের আমন্ত্রণ,পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরাল ভারত

flag

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর এমনিতেই ভারত–পাক সম্পর্ক অহি–নকুল পর্যায়ে পৌঁছেছে। সেখানে এবার বাড়তি সংযোজন হল পাকিস্তানের জাতীয় দিবসের আপ্যায়নকে বয়কট করল ভারত। পাক হাই কমিশনের তরফ থেকে এই আপ্যায়ন করা হয়েছিল। সেখানে ভারত কোনও প্রতিনিধি পাঠাচ্ছে না বলেই সূত্রের খবর। কারণ হিসাবে জানা গিয়েছে, এই জাতীয় দিবসে নয়াদিল্লিকে না জানিয়ে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের আমন্ত্রণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লিগ পাকিস্তান গঠন করতে শপথ নিয়েছিল। যা সংবিধানে অন্তর্ভূক্ত হয় ১৯৫৬ সালের ২৩ মার্চ। এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে পালন করা হয় পাকিস্তানে। গত বছর ভিকে সিং, এমজে আকবর এবং গজেন্দ্র সিং শেখাওয়াতকে পাঠানো হয়েছিল। এবার সেখানে কাউকে পাঠানো হচ্ছে না।

Exit mobile version