দেখে নিন ‘স্বর্গের বাগান’, যার সৌন্দর্য আপনাকে মোহিত করবেই…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ইরানিদের বিশ্বাস ও মূল্যবোধের মাঝে বাগিচা সবসময়ই গুরুত্বপূর্ণ।
বহুযুগ ধরেই ইরানে বাগিচা নির্মাণের ধারা প্রচলিত হয়ে আসছে। সৌন্দর্যপ্রিয় ইরানি জাতির তৈরি করা বাগানগুলো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে করেছে মোহিত ও বিস্মিত। এগুলোর একটি বাগ-ই এরাম। এটি একটি বিশাল উদ্যান।

4bk8cf55e4d52abevy 800C450

  • ২০১১ সালে প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির পঁয়ত্রিশতম বৈঠকে ইরানের ৯টি বাগান বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বাগ-ই এরামও রয়েছে।

4bk85025d224c9d364 800C450

  • ‘এরাম’ শব্দটির আরবী শব্দ ‘ইরাম’। যার অর্থ স্বর্গ। ‘বাগ-ই এরাম’ অর্থ ‘স্বর্গের বাগান’। এর সৌন্দর্য আর নান্দনিক আকর্ষণই একে বেহেশত বা স্বর্গের সদৃশ করেছে।

4bk85798ebe17dd36g 800C450

  • ইরানের এ ঐতিহাসিক উদ্যানের অবস্থান ফার্স প্রদেশের শিরাজ নগরের কুশ্ক্ নদীর বাম তীরে। সুন্দর ফুল, নির্মল হাওয়া আর দৃষ্টিনন্দন সাইপ্রেস বৃক্ষ উদ্যানের প্রধান পর্যটক-আকর্ষণ। উদ্যানের অভ্যন্তরে স্থাপিত দু’টি মুক্ত ভবন একে করেছে আরও বৈশিষ্ট্যমণ্ডিত, যেন সে রূপকথার ভুবনমোহিনী কোনও পরী।

4bk89005250716d36p 800C450

  • বাগ-ই এরাম প্রতিষ্ঠিত হয় ১৮ শতকে। বিভিন্ন রাজবংশের আমলে এটি সংস্কার ও উন্নয়ন করা হয়। বর্তমানে এটি শিরাজ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আসলে এটি বিশ্বসম্পদ; দুনিয়ার অনেক মানুষেরই এ বাগানের প্রতি আকর্ষণ দেখা যায়।

4bk81fb771d0f3c241 800C450

  • রাস্তা এবং বৃক্ষ সজ্জার কৌশলের দিক থেকে বাগ-ই এরাম কেবল শিরাজের বাগানগুলোর মধ্যেই নয় বরং সমগ্র ইরানের মধ্যেই বিরল। বাগানের ভেতরে মূল যে ভবনটি রয়েছে তার সামনে বানানো হয়েছে বিশাল একটি জলাধার। ওই জলাধারের জলের ওপর ভবনটির পুরো চিত্রই প্রতিবিম্বিত হয়। বাগানের ভেতরে যে ঝর্ণাধারা রয়েছে তার জলের প্রবাহের উৎস হলো এই জলাধার।

4bk80abf26b98abety 800C450

  • জলাধারের দুই পাশে কেয়ারি করে সাজানো রয়েছে বক্স ট্রি’র সারি। বাগানের ভেতরের রাস্তাগুলোর পাশে বিশাল বিশাল গাছ এত চমৎকার এক পরিবেশের সৃষ্টি করেছে যে শীতল ছায়াময় সেই পরিবেশ যে কাউকেই আকর্ষণ না করে পারে না।

4bk8b6abe07986d35s 800C450

  • বাগানের ভেতরকার ইমারত গুলোতে সাতরঙের টাইলসের যে নয়নাভিরাম কারুকাজ করা হয়েছে তা আজও কাজারি শাসনামলের অনাবিল সুন্দর শিল্প-সৌকর্যের নিদর্শন হিসেবে কালের সাক্ষ্য দিয়ে যাচ্ছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest