Site icon The News Nest

দেশপ্রেম বোঝাতে এবার প্রতি ঘোষণার পর “জয় হিন্দ” বলবেন কর্মীরা ! নির্দেশ এয়ার ইন্ডিয়ার

air india 1469608651

নয়াদিল্লি: এবার থেকে উড়ানের প্রতিটি ঘোষণার পর বলতে হবে “জয় হিন্দ”।  কেবিন এবং ককপিট ক্রুদের জন্য এবার এমনই নির্দেশিকা জারি করলো এয়ার ইন্ডিয়া।

সোমবার একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনস অমিতাভ সিং জানিয়েছেন, “নির্দেশিকা জারির পর থেকেই প্রত্যেকটা ঘোষণার পর বিমানকর্মীদের এক সেকেন্ড থেমে তারপর যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে। জয় হিন্দ কথাটির সঙ্গে দেশাত্মবোধ সরাসরি যুক্ত। প্রতি মুহূর্তে এটা আমাদের মাথায় রাখতে হবে।” অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সংখ্যা প্রায় ৩৫০০। ককপিট ক্রু’র সংখ্যা প্রায় ১২০০। এর আগে  এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বনী লোহানি ২০১৬ সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার পাইলটদের জন্য এই রকমেরই এক নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় একটি নির্দেশিকা জারি করে লোহানি বলেছিলেন, “বিমানের পাইলটরা যাত্রাপথে কিছুক্ষণ অন্তর অন্তর যাত্রীদের সঙ্গে কথা বলবেন। নিজের প্রত্যেকটা কথার শেষে যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে।” এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিমানকর্মীরাও। উল্লেখ্য, অগাস্ট ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার প্রধান ছিলেন লোহানি৷ এর পরের সময় ভারতীয় রেলের চেয়ারম্যান থাকার পর গত ডিসেম্বরে অবসর নেন লোহানি৷ ফেব্রুয়ারি মাসেই তাকে ফের দুবছরের জন্য চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া৷

Exit mobile version