দ্বিতীয়বার প্রধানমন্ত্রীপদে শপথ নিলেন নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী হলেন অমিত শাহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: দ্বিতীয়বার প্রধানমন্ত্রীপদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ দিন মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন প্রায় ছ’হাজার অতিথি।

এ দিন মোদীর শপথগ্রহণের পর একে একে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গডকরি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসওয়ান, নরেন্দ্র সিং তোমর, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর বাদল, থাওয়ারচাঁদ গেহলত, এস জয়শঙ্কর, রমেশ পোখরিয়াল, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, হর্ষ বর্ধন, প্রকাশ জাভাড়েকর, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র শেখাওয়াত, সন্তোষকুমার গাঙ্গোয়ার, ইন্দ্রজিত সিং, শ্রীপদ নায়েক, জিতেন্দ্র সিং, কিরেন রিজিজু, প্রহ্লাদ সিং পটেল, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ এল মাণ্ডবিয়া, ফগন সিং কুলস্ত, অশ্বিনী চৌবে, অর্জুনরাম মেঘওয়াল, ভি কে সিং, কৃষ্ণপাল গুর্জর, রাওসাহেব দানবে, জি কিষাণ রেড্ডি, পুরুষোত্তম রূপালা, রামদাস আঠাওয়াল, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব বালিয়ান, সঞ্জয় ধোত্রে, অনুরাগ ঠাকুর, সুরেশচন্দ্র বসপ্পা, নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, ভি মুরলীধরন, রেনুকা সিং, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ ষড়ঙ্গী, কৈলাস চৌধুরি, দেবশ্রী চৌধুরী।

বিজেপি-সহ এনডিএ জোট শরিক এবং অন্যান্য বিরোধী দলের উচ্চনেতৃত্বের উপস্থিতিতে শপথ নেন প্রধানমন্ত্রী-সহ নতুন সরকারের অন্যান্য মন্ত্রীরা । উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীও। রাজনৈতিক কারণের কথা উল্লেখ করে অংশ নেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের নীতীশ কুমার, পঞ্জাবের ন্ত্রী অমরিন্দর সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। একই সঙ্গে বিমস্টেক দেশ, যেমন বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটানের প্রতিনিধিদেরও এ দিন দেখা যায় রাষ্ট্রপতি ভবনে। ছিলেন কিরগিজিস্তানের রাষ্ট্রপতিও।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠায় অন্যতম কান্ডারি অমিত। তবে এত দিন রাজ্যসভার সদস্য হিসাবে সংসদে তাঁর বিচরণ থাকলেও এ বার গুজরাতের গান্ধীনগর থেকে বিজয়ী হয়েছেন তিনি। দীর্ঘ প্রায় দু’দশক ধরে মোদীর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিজেপি সভাপতিকে এ বার নতুন ভূমিকায় দেখবে দেশ।

amit shah 3

এ দিন শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাঘানি আগাম জানিয়ে দেন, “আজ অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্তির জন্য শুভেচ্ছা জানালাম”। এর পরই শপথ নেওয়ার পর অমিতের মন্ত্রিত্ব পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। প্রসঙ্গত, কেন্দ্রে প্রথমবার হলেও এর আগে রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব সামলেছেন অমিত। গুজরাতে মোদী-মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব এক সময় ছিল তাঁর হাতেই। তবে এ দিন শপথ নেওয়ার পর এখনও পর্যন্ত মন্ত্রক বণ্টন করা হয়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest