“নকুলদানা”র জের, অনুব্রত মণ্ডলকে নোটিশ নির্বাচন কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বীরভূম: ভোটের আগেই সরগরম রাজনৈতিক মহল ৷ কথা পাল্টা কথা সব মিলিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা ৷ আবার শিরোনামে এলেন অনুব্রত মণ্ডল ৷

নানাবিধ মন্তব্য করে বিতর্ক তৈরি করতে তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি নকুলদানা বিলি করার কথা বলে ফের বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগও জমা পড়েছে। এ বার সেই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বীরভূম জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

‘ গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেলে তাঁদের তৃণমূল কর্মীরা স্যালুট করবেন। বাড়িতে গেলে নকুলদানা দিয়ে জল খাওয়াবেন।’ তাঁর এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিরোধীরা। এরপরই নির্বাচন কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে অনুব্রতের ‘চড়াম চড়াম ঢাক বাজানো’, ‘গুড় বাতাসা’, ‘উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে’ বা ‘পাচন’ মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে সব নিয়ে বঙ্গ রাজনীতিতে হয়েছে বিস্তর জলঘোলাও। লোকসভা নির্বাচনের আগে সেই অনুব্রত তাঁর সতীর্থদের ‘নকুল দানা’ বিলি করার নির্দেশ দিয়েছেন। পরোক্ষে এ সব ‘দাওয়াই’ বিরোধীদের ‘শায়েস্তা’ করতে, এমন অভিযোগ জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সম্প্রতি এক কর্মীসভার ভাষণে অনুব্রত বিচারাধীন এক জেলবন্দিকে বাইরে বার করে আনার কথা বলেন। বিরোধীরা সে সব অভিযোগ নিয়েই কমিশনের দ্বারস্থ হন। এ বার সে সবই খতিয়ে দেখার নির্দেশ দিল কমিশন।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “যে কোনও অভিযোগ এলেই খতিয়ে দেখা হয়। আমাদের কাছে যে অভিযোগ আসছে, তার কোনও ভিত্তি রয়েছে কিনাতা দেখা হচ্ছে। সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। সেখান থেকে নির্দেশ আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest