Site icon The News Nest

নজরে কাশ্মীরের জমি, রিসর্ট গড়ার প্রস্তাব দিল মহারাষ্ট্র সরকার

নয়াদিল্লি: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই সেখানে বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছেন একাধিক শিল্পপতি। তবে এই প্রথম কোনও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব এলো। কাশ্মীরে পর্যটনের জন্য জমি কেনার প্রস্তাব দিয়েছে মহারাষ্ট্র সরকার।

কাশ্মীরে ৩৬০ ও ৩৫এ ধারা বিলোপ হওয়ার পরপরই শোরগোল পড়েছিল কাশ্মীরের জমি নিয়ে। তাহলে কি এবার কাশ্মীরের জমি একেবারেই সহজলভ্য হয়ে উঠল? জানা গিয়েছে, কাশ্মীরে পর্যটন শিল্পের প্রসারে দুটি রিসর্ট তৈরি করবে মহারাষ্ট্র সরকার। তার জন্য উপত্যকায় জমি কিনবে তারা। 

মহারাষ্ট্র পর্যটন দফতর সেই জমিতে দুটি রিসর্ট বানাবে। একটি করা হবে পেহেলগাঁওয়ে, আরেকটি লাদাখের লে-তে। বৈষ্ণোদেবী এবং অমরনাথ যাত্রার ক্ষেত্রে পর্যটকদের সুবিধার্থেই গেস্টহাউস দুটি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

আরও জানা গিয়েছে, ওই দুই রিসর্টের জন্যে ১৫ দিনের মধ্যে পছন্দসই জমি বাছাইয়ের নির্দেশ দয়েছেন মুখ্যমন্ত্রী। এক-একটি রিসর্ট তৈরির জন্যে খরচ ধরা হয়েছে ১ কোটি টাকা।

Exit mobile version