নির্বাচনের পরে প্রথম সর্বদলীয় বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর, আগামীকাল থেকে বাজেট অধিবেশন শুরু সংসদে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: সংসদে সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট সেশন। তার আগে রবিবার সকালে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাস করাতে সব দলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর ডাকা প্রথম সর্বদলীয় বৈঠক। সংসদের অধিবেশন শুরুর আগে এই বৈঠক এক প্রথামাফিক পদ্ধতি, যাতে অধিবেশনের শুরুটা মসৃণ হয়। আগামীকাল বাজেট শুরু হবে। প্রধানমন্ত্রী সমস্ত দলের সহযোগিতা প্রার্থনা করছেন। এবারের অধিবেশনে গঠনমূলক বিতর্ক এবং আলোচনাই সরকারের কর্মসূচির মূল বিষয় হতে চলেছে বলে সূত্রের খবর।

এই অধিবেশনে তিন তালাক বিল পাস করানোর জোরদার চেষ্টা চালাতে পারে কেন্দ্রীয় সরকার। এই অধিবেশনেই পেশ করা হবে তিন তালাক বিল। গত লোকসভায় রাজ্যসভায় আটকে গিয়েছিল তিন তালাক বিল। শুধু বিরোধীরা নয় এনডিএ শরিক নীতীশ কুমারও এই বিলের প্রতিবাদ করেছেন। এবার লোকসভা নির্বাচনে ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে ১০২ জন সাংসদ নিয়ে সংসদের উচ্চকক্ষে দুর্বল থাকায় বহু বিল রাজ্যসভায় আটকে গিয়েছে। তবে তিন তালাক বিল এবারের বাজেট অধিবেশনে পাস করাতে বদ্ধপরিকর বিজেপি বলেই মনে করছে কূটনৈতিক মহল। ‌

বিরোধীরা এখনও তাদের বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। বিরোধী কৌশলী অধিবেশন-ও প্রথামাফিক হওয়ার কথা প্রত্যেক লোকসভা অধিবেশনের আগে। এবার সেটি এখনও হয়নি। ২০১৪ সালে ৪২টি আসন পাওয়া কংগ্রেস এবারও খুব খারাপ ফল করেছে। যার ফলে পরিষ্কার, তাদের দল থেকে এবার বিরোধী নেতা নির্বাচিত হবেন না। ৬২টি আসন পাওয়া এই দল এখনও দুই কক্ষে তাদের নেতার নাম ঘোষণা করেনি। লোকসভায় রাহুল গান্ধীর নাম উত্তোলনের চেষ্টা চলছে। কিন্তু রাহুল, যিনি দলের মুখ্য পদ থেকে সরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, তিনি এব্যাপারে কথা বলতে চাইছেন। তাঁর দলের মুখ্য পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব এখনও দলে গৃহীত হয়নি। রাহুল গান্ধীর দলের অনেকেই এবার নিম্ন কক্ষে নেই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্বাচন‌ে হেরে গিয়েছেন এবং শচীন পাইলট এখন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সহকারী।

বৈঠকে যাঁরা উপস্থিত থাকবেন তাঁরা হলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি ও তাঁর জুনিয়র রাম মেঘওয়াল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কংগ্রেসের গুলাম নবি আজাদ ও অধীররঞ্জন চৌধুরী, তৃণমূ‌লের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest