নীরব মোদীকে গ্রেফতারির কাগজ চেয়েছিল ব্রিটেন, পাঠায়নি ভারত!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: লন্ডনের রাস্তায় বুক চিতিয়ে ঘুরতে দেখা গিয়েছিল নীরব মােদিকে। অস্বস্তিতে পড়েছিল কেন্দ্র। বিদেশমুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, নীরব মােদি যে সেখানে রয়েছেন এখবর রয়েছে তাদের কাছে। জানা গিয়েছিল, তাকে প্রত্যর্পণের জন্য বিশেষ প্রক্রিয়া চলছে। সােমবার এনডিটিভি জানিয়েছে, নীরব মােদিকে প্রত্যাপর্ণের ব্যাপারে ভারতের কাছ থেকে প্রয়ােজনীয় কাগজপত্র চেয়েছিল ব্রিটেন। সেই সমস্ত কাগজ ভারত এখনও ব্রিটেনের হাতে তুলে দেয়নি। যার ফলে বহাল তবিয়তে ৯ লক্ষ টাকার অষ্ট্রিচ জ্যাকেট গায়ে দিয়ে ঘুরছেন নীরব।

এনডিটিভির দাবি, তারা লন্ডনের ‘সিরিয়াস ফ্রড অফিস’ থেকে জেনেছে এই প্রথমবার ভারত মিউচ্যুয়াল লিগাল অ্যাসিটেন্স ট্রিটির মাধ্যমে নীরব মােদিকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। লিগাল অ্যাসিটেন্স ট্রিটির অর্থ হল, স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন মারফত সমন পাঠাতে পারে।
গত শুক্রবার লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় নীরব মােদিকে। পরনে কালাে রঙের দামি জ্যাকেট, প্যান্ট, শার্ট। স্থানীয় সাংবাদিক তাঁর দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। কিন্তু প্রতিটি প্রশ্নেই মৃদু হেসে তাঁর | একটাই জবাব, “সরি, নাে কমেন্ট”। ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ জানিয়েছেন, লন্ডনেও হিরে ব্যবসা চালাচ্ছেন নীরব। জানা গিয়েছে, অক্সফোর্ড স্ট্রিটে ৭২ কোটি টাকার একটি ফ্ল্যাটে নিশ্চিন্তে রয়েছেন মােদি। সােহােতে হিরের ব্যবসাও শুরু করেছেন। এই ব্যবসা মােদি ২০১৮ সালের মে মাসে শুরু করেছেন বলে খবর। নিজের ফ্ল্যাট থেকে তার অফিসের দুরত্ব কয়েকশাে গজ। সেখানে তিনি  হেঁটেই যাতায়াত করেন বলেও টেলিগ্রাফে উল্লেখ করা হয়েছে। মােদি ন্যাশনাল ইনস্যুরেন্স নম্বরও বের করে ফেলেছেন। এই নম্বর ছাড়া লন্ডনে ব্যবসা করা যায় না। নীরবকে যখন ক্যামেরাবন্দি করা হয়, তখন তাঁর পরনে ছিল কালাে রঙের একটি জ্যাকেট। যার দাম ৯ লক্ষ টাকার বেশি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest