পুলিশের চাপ সত্ত্বেও এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন অব্যাহত,বিকাশ ভবনে প্রতিনিধি দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: মধ্যরাতে পুলিশি হানা এসএসসি আন্দোলনের মঞ্চে! অনশনকারীদের জানানো হল, অনশন প্রত্যাহার না করলে ‘ব্যবস্থা’ নেওয়া হবে।

এসএসসির লিখিত পরীক্ষায় পাস করেছেন, কিন্তু চাকরি পাননি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকপদে নিয়োগের দাবিতে অনশন বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার তাঁদের অনশন পড়ল ২৯ দিনে। এসএসসির চাকরিপ্রার্থীদের সমস্যা খতিয়ে দেখতে একটি কমিটি গড়ে দিয়েছে শিক্ষাদপ্তর। বুধবার সন্ধ্যায় মেয়ো রোডে অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছেন যে, ‘নির্বাচনী বিধির কারণে এখন কোনও আশ্বাস দেওয়া সম্ভব নয়। জুন মাসে বৈঠকে বসবে কমিটি, প্রথম সপ্তাহেই সমস্যা সমাধান করে ফেলা হবে।’ অনশন মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে বৈঠকে বসেন অনশনকারী এসএসসি চাকরিপ্রার্থীরা।এরপরই রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা পুলিশ বাহিনী অনশনকারীদের সামনে এসে হাজির হয়। অনশনকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেয় তারা। পুলিশের তরফে জানানো হয়, সকাল সাতটার মধ্যে অনশন প্রত্যাহার করে জায়গা খালি না করলে, তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

অনশনকারীদের তরফে পাল্টা সময় চাওয়া হয়। পুলিশকে জানিয়ে দেওয়া হয়, আগে বিকাশভবন গিয়ে প্রতিনিধি দল কথা বলবে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে এক অনশনকারী বলেন, “আমাদের বেলা বারোটায় বিকাশ ভবনে সময় দেওয়া হয়েছে। সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছব। কী কথা হয়, তার ভিত্তিতে বিকেলে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।” অনশনকারীদের অভিযোগ, পুলিশ ভয়ে দেখাচ্ছে। বলপ্রয়োগ করে আন্দোলন তুলে দেওয়ার হুমকিও দিয়েছে পুলিস।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest