Site icon The News Nest

পূর্ণিমার পুজো দিতে গিয়ে তামিলনাড়ুর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পূণ্যার্থীর

Karuppasamy temple

চেন্নাই: মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাত জন পূণ্যার্থীর। মৃতদের মধ্যে চার জন মহিলা। আহত হয়েছেন আরও ১০ জন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ঘটনাটি ঘটে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথায়ামপালায়াম গ্রামে কারুপ্পাস্বামী মন্দিরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিত্র পূর্ণিমার পুজো উপলক্ষ্যে এদিন ভোরেই মন্দিরে জমা হয়েছিলেন হাজার হাজার পূণ্যার্থী। স্বাভাবিক নিয়মেই চলছিল পুজো। জানা গিয়েছে, হরিলুটের মত এই মন্দিরে প্রতি বছরই পুজো শেষে পুরোহিত হাঁড়ি থেকে কয়েন বার করে পূণ্যার্থীদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে বিলি করেন। যার নাম ‘পদি কসু’। এদিনও সেই প্রথা শুরু হওয়ার পরই মন্দিরে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। তাতেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান সাতজন। আহত হন ১০ জন। ঘটনার পরই দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মন্দির কমিটি ও প্রশাসনের তরফে মন্দির চত্বর থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়।

মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

Exit mobile version