প্যারিসে ভারতীয় বায়ুসেনার রাফাল দফতরে হানা দুষ্কৃতীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: প্যারিসে রাফাল প্রকল্পের তত্ত্বাবধানে থাকা ভারতীয় বায়ুসেনার দফতরে হানা দিল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। রাতের অন্ধকারে সেখানে ঢোকার চেষ্টা করে তারা। রাফাল যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা দাসোঁর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার রাতে প্যারিসের শহরতলি সেন্ট ক্লাউড এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

ঠিক কী উদ্দেশে দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়াও যে এই হামলার উদ্দেশ্য হতে পারে, তেমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার প্যারিসে ওই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন। প্রাথমিক অনুমান, চোরেরা তথ্য চুরির চেষ্টাতেই ঢুকেছিল। কারণ ওই অফিসে কোনও দামি জিনিস বা টাকা ছিল না। ভারতীয় রাফালে অফিস ফরাসি দাঁসো এভিয়েশন অফিসের কাছেই। ইতিমধ্যেই প্যারিসের রাফালে অফিস থেকে প্রতিরক্ষা মন্ত্রককে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ফরাসি পুলিস। এব্যাপারে এখনও প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনা বা ফরাসি দূতাবাস থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিষয়টি নিয়ে ভারতীয় বায়ুসেনা সূত্রে বলা হয়, “রাফাল প্রকল্প তদারকির জন্য প্যারিস শহরতলিতে বায়ুসেনার ম্যানেজমেন্ট টিমের যে দফতর রয়েছে, সেখানে ঢোকার চেষ্টা হয়। তবে কোনও হার্ড ডিস্ক বা নথি চুরি যায়নি। ঠিক কী উদ্দেশ্যে সেখানে ঢুকেছিল দুষ্কৃতীরা, তা জানার চেষ্টা চলছে।”কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককেও ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে, তবে তাদের তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে ফরাসি সংস্থা দাসোঁর কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত সরকার। রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে নির্বাচনী মরসুমে একাধিকবার মোদী সরকারকে আক্রমণ করে আসছে বিরোধীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ অনিল অম্বানীর সংস্থাকে অফসেট বরাত পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই নিয়ে বাদানুবাদের মধ্যেই এই ঘটনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest