Site icon The News Nest

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করল সংযুক্ত আরব আমিরশাহি

modi zayed

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান জায়েদ মেডেলে ভূষিত করল সংযুক্ত আরব আমিরশাহি। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন আমিরশাহির প্রেসিডেন্ট তথা আবু ধাবির যুবরাজ শেখ খালিফা বিন জায়েদ আল নিহান।

টুইটারে শেখ খালিফা বলেন, ভারত এবং আমিরশাহির মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে মোদীকে। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। আমার বন্ধু তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্ককে আরও দৃঢ় এবং মজবুত করেছেন। এই কারণে তাঁকে জায়েদ মেডেলে ভূষিত করা হচ্ছে।” আমিরশাহির এই সর্বোচ্চ সম্মান সে দেশের প্রেসিডেন্ট এবং রাজাদেরই দেওয়া হয়ে থাকে।

এই খবর ছড়িয়ে পড়তেই টুইটারে উচ্ছাস প্রকাশ করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইসলামিক দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক যে এখন আগের থেকে অনেক বেশি গভীর, সেই কথাই উল্লেখ করেন সুষমা।

Exit mobile version