প্রেম বিরহের সংমিশ্রণ, আসছে ওপার বাংলার সঙ্গীতশিল্পী এস ডি অর্জুন শর্মার নয়া গান “তুই একটু আমায় ভালোবাস”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: বাংলাদেশের নয়া প্রজন্মের সঙ্গীতশিল্পী এস ডি অর্জুন শর্মা। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শিল্পীর আশা তাঁর গান ফের একবার মন জিতে নেবে শ্রোতাদের। এস ডি অর্জুন শর্মা ১৯৯১ সালের ১০ জুন বাংলাদেশে একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। অর্জুনের ধ্যান জ্ঞান হল গান , এর আগেও তিনি ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত গানে গলা দিয়েছেন তিনি। দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হওয়া ‘চলো বন্দী হয়ে থাকি’ শিরোনামের গানটি সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে সহজেই।

অর্জুনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই গানটি মূলত প্রেম বিরহের সংমিশ্রণ। ভালবাসার এক অন্য রূপ ধরা পড়বে এই গানে। অর্জুনের নতুন গানটির নাম শিরোনাম – “তুই একটু আমায় ভালোবাস”। গানের কয়েকটা লাইন নিউজ কর্নারের সঙ্গে শেয়ার করেছেন শিল্পী। কথাগুলি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। “তোর আদরে আছে বড় সুখ ,যায় সেরে যায় এ মনের অসুখ. তোরই নামে লেখা কবিতা ,পাখিরা আজ শুনুক না শুনুক ,যদি আসিস কাছে ,আর বাসিস ভালো ,তোকে রাখবো সুখে বারোমাস … আর আমায় করিস না নিরাশ ,তুই একটু আমায় ভালোবাস।”

গানটির কথা ও সুর এস ডি অর্জুন শর্মার। গানটি শোনার জন্য এখন শুধু অপেক্ষা সময়ের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest