ফের খারিজ নীরব মোদির জামিনের আবেদন, পরবর্তী শুনানি ২৪ মে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লন্ডন: চাপ বাড়ল নীরব মোদীর৷ পলাতক এই হীরে ব্যবসায়ীর জামিনের আবেদন খারিজ করল ব্রিটেনের আদালত৷ পিএনবি ব্যাংক প্রতারণা কাণ্ডে এই ব্যবসায়ীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবিথনট৷ আগামী ২৪ মে পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে তাঁকে৷ তারপর হবে পরবর্তী শুনানি৷

ক্রবার ওয়ান্ডসওয়ার্থের জেল থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হয়। এবং তা খুব অল্প সময়ের জন্য। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “আগামী ২৪ মে ফের ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে।” পাশাপাশি বিচারপতি এও জানান, আগামী ৩০ মে পূর্ণ সময়ের শুনানির পরিকল্পনা চলছে। তখন তাঁকে সশরীরে আদালতে হাজির করানো হবে। গত ২৯ মার্চও জামিনের আবেদন করেছিলেন নীরব। সে সময়েও তাঁর আবেদন খারিজ হয়ে যায়।

গত ৯ মার্চ নীরবের একটি ভিডিয়ো সামনে আসে। দ্য টেলিগ্রাফ তাদের রিপোর্টে জানায়, লন্ডনে হিরের ব্যবসা করছেন নীরব। সেই ভিডিয়ো সামনে আসার পরই ওয়েস্টমিনস্টার আদালত নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ভারত সরকারের আবেদনের ভিত্তিতে গত ১৯ মার্চ লন্ডনে গ্রেফতার করা হয় নীরব মোদীকে। তার পর থেকেই নীরবের ঠিকানা দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেল।গত বছরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে নীরবের বিরুদ্ধে। তার পর থেকেই ফেরার তিনি। তাঁর প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest