Site icon The News Nest

ফের রাজনৈতিক খুন, ভাটপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত তৃণমূল কর্মী সহ-২

bhatpara violence

বারাকপুর: ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সন্দেশখালির উত্তেজনা প্রশমিত হওয়ার আগেই দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় প্রাণ হারালেন এক তৃণমূলকর্মী-সহ দুই বৃদ্ধ। জখম হয়েছেন আরও চারজন। সোমবার রাত সাড়ে দশটা ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়ার ২২ নম্বর গলিতে। মৃতদের নাম মহম্মদ হালিম (৬২) এবং মহম্মদ মুখতার (৬৮)। বোমার ঘায়ে জখম হয়েছে রুবি পারভিন (৪২), মহম্মদ পারভেজ আলম (২২), মহম্মদ তাবরেজ আলম (১১) ও প্রিন্স নামে চারজন। এই ঘটনার পর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে বারুইপাড়ার ২২ নম্বর গলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ব়্যাফ-সহ প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে ও পরে এবং উপনির্বাচনকে কেন্দ্র করে এই ভাটপাড়া সংলগ্ন এলাকাতে তৃণমূল-বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ-রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছিল। তার পরেও যে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সোমবার রাতের ঘটনা তা ফের প্রমাণ করল। এলাকাবাসীরা জানিয়েছেন, সোমবার রাতে ভাটপাড়ার বারুইপাড়ায় ব্যাপক বোমাবাজি হয়। সে সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মুক্তার আহমেদ ও মহম্মদ হালিম। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে গুরুতর জখম হন মুক্তার ও হালিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ হালিমের (৫৫)। জখম হন আরও তিন জন। মুক্তার-সহ আহতদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই মৃত্যু হয় মুক্তারের।

মৃতদের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বোমা মেরে খুন করেছে। তাঁদের আরও অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ এসে ঘটনাস্থল ঘুরে দেখে গিয়েছে। কিন্তু দুষ্কৃতীদের গ্রেফতারের কোনও ব্যবস্থাই নেয়নি। যদিও এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলেই দাবি করেছে বিজেপি। পুলিশ যদিও জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা এলাকায় বিজেপি সমর্থক বলেই পরিচিত। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবার এই খুনের ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে।

Exit mobile version