Site icon The News Nest

ফেসবুকে শুভ্রাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে

Mukul with son

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা ৪৮ ঘন্টার মধ্যেই কাঁচড়াপাড়ার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। শুভ্রাংশু, বিজেপি নেতা মুকুল রায়ের এক মাত্র ছেলে। সে দিন সাংবাদিকদের স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন, “দীনেশদাকে সবচেয়ে বেশি লিড দেবে বীজপুর। দু লাখের বেশি ভোটে জিতবেন দীনেশ দা।” কদিন আগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদিকে নিয়ে বীজপুরের একটা মন্দিরে হোম-যজ্ঞ করতেও দেখা গিয়েছে তাঁকে।কিন্তু ব্যারাকপুরে ভোটের পনেরো দিন আগে, শনিবার সেই হাপুনের গলাতেই শোনা গেল অন্য সুর।

মুকুল রায় দলছাড়ার পর তৃণমূলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভ্রাংশু। বাবা-ছেলের যোগ নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এবার ফেসবুকে শুভ্রাংশুর একটি পোস্ট ঘিরে উঠছে প্রশ্ন। ফেসবুকে মুকুলপুত্র লিখেছেন,’অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে’। শুভ্রাংশু রায়ের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। বার্তাটা স্পষ্ট, তৃণমূলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁর। তৃণমূলে এখনও বিশ্বাস অর্জন করতে পারেননি তিনি।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এই ঝলসানো হৃদয় নিয়ে কি আর তৃণমূলে থেকে যেতে চাইবেন শুভ্রাংশু। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য বাবার কেতায় গুগলি দেন শুভ্রাংশু। বলেন, “আমি বিজেপি-তে যেতে পারি একটাই শর্তে। যদি দু’বছরের মধ্যে বীজপুরের রেলওয়ে কোচ ফ্যাক্টরি চালু করা হয়। আর বীজপুরের ছেলেদের জন্য ৩০ শতাংশ কোটা থাকে।” বীজপুরের তৃণমূল বিধায়ক এ-ও বলেন, “দিদিই তো ওই ফ্যাক্টরির শিলান্যাস করেছিলেন। তারপর নতুন সরকারের সময় কাজ থমকে যায়।”

 

Exit mobile version