গেরুয়া ঝড়ে অশনি সঙ্কেত, শনিবারই ৪২ প্রার্থী ও জেলা সভাপতিদের জরুরি তলব মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শনিবার নিজের বাসভবনেই সবাইকে ডেকে পাঠালেন তৃণমূল নেত্রী। ৪টে থেকে এই বিশেষ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমস্ত জেলার তৃণমূল সভাধিপতি থেকে নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে।থাকতে বলা হয়েছে জেতা এবং হেরে যাওয়া সমস্ত তৃণমূলের প্রার্থীদেরকেও।

চোদ্দর লোকসভায় ৩৪টি আসন ছিল। উনিশে ৪২-এ ৪২ করার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২ তো হয়ই নি, উল্টে আরও আসন খুইয়ে তৃণমূল ২২-এ এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভোট গণনা শুরু হতেই পরিষ্কার হতে থাকে ট্রেন্ড। দেখা যায় তৃণমূলকে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। এমনকী কিছু জায়গায় তৃণমূলের হেভিওয়েট নেতারাও পিছিয়ে আছেন। আর এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস সামনে আসতে থাকে। একটু বেলার দিক হলেই বোঝা যায়, তৃণমূলের বেশ কিছু আসন এ বার কেড়ে নিতে চলেছেন বিজেপি। তারপরেই টুইট করেন মমতা। টুইটে তিনি লেখেন, “সব পরাজিতরাই হেরো নয়।” সেই সঙ্গে তিনি এ-ও লিখেছেন, “পুরো গণনা শেষ হোক, ভিভি প্যাট মিলিয়ে দেখা হোক। তারপর পর্যালোচনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest