Site icon The News Nest

বাদলা দিনে ভুল যেন না হয় চুলের যত্নে

hair care

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: পঞ্জিকামতে আষাঢ় শুরু হয়ে গেছে। প্রকৃতিতেও বাজতে শুরু করেছে বাদলা দিনের গান। বৃষ্টি বলে তো আর ঘরে বসে থাকার জো নেই। নানা কাজে নানান জনকে তো বাইরে বের হতেই হবে। আর বের হতে গেলেই গা–মাথা ভিজে একাকার। বৃষ্টির জলে নিয়মিত চুল ভেজালে দেখা দিতে পারে নানা সমস্যা।

আমরা সবাই জানি যে, বৃষ্টির জলে একধরনের অ্যাসিড থাকে। দীর্ঘ সময় চুলে এই জল লেগে থাকলে চুলের ক্ষতি হয়। এ ছাড়া ঘামে ভেজা বা বৃষ্টির জলে ভেজা চুল দীর্ঘ সময় ধরে না শুকানোর ফলে মাথার ত্বকে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। যাতে একধরনের ছত্রাকের জন্ম হয়ে পরবর্তী সময়ে চুলের গোড়ায় সংক্রামণ হয়, খুশকি হয়, চুল পড়ে যায়, চুলের আগা ফেটে যায়, রুক্ষ হয়ে পড়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই এ সময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, তেল ম্যাসাজ ছাড়াও চুলের জন্য আরও বেশি যত্নের প্রয়োজন হয়। বর্ষায় চুলের যত্নের জন্য ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করা ভালো।

বর্ষায় চুলের যত্নে ঘরোয়া প্যাক

 

Exit mobile version