Site icon The News Nest

বালুচিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ পাক সেনাকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

balochisthan

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: অশান্ত বালুচিস্তানে জঙ্গি হানার বলি হলেন ১৪ জন। বুধবার রাত একটা-দেড়টা নাগাদ বালুচিস্তানের গোয়াদার জেলার ওরমারা অঞ্চলে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল কয়েকটি বাস। ওমারার কাছে বাজি টপ নামে এক জায়গায় পিকেট করেছিল জঙ্গিরা। সেখানে তারা পাঁচ-ছ’টি বাসকে থামায়। যাত্রীদের নামিয়ে প্রত্যেকের আইডেনটিটি কার্ড পরীক্ষা করে। কয়েকজনকে আলাদা করে দাঁড় করায়। পরে তাদের গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনজন ভর্তি রয়েছেন ওরমারা হাসপাতালে।

ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী। ইমেলে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালোচ গোষ্ঠীদের সশস্ত্র বাহিনীর জোট। বালোচ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংগঠন ‘বালোচ রাজি আজোই সঙ্গার’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘বেছে বেছে পাক সেনা এবং পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের আমরা হত্যা করেছি। পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরেই হত্যা করা হয়েছে।’’

পাক স্বরাষ্ট্রসচিব হায়দর আলি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় দু’ডজন। ওরা প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কোরের-এর পোশাক পরেছিল। মৃতেরা সবাই পাক নাগরিক। এখনও পর্যন্ত জানতে পেরেছি, মৃতদের মধ্যে এক জন পাক সেনা এবং এক জন পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্য।’’ গ্বাদর শহরের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানিয়েছেন, ‘‘বুলেটের আঘাতেই সকলের মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মাথায় গুলি করা হয়েছে।’’ পাক সরকারের তরফে জানানো হয়েছে, বন্দুকধারী হামলাবাজদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

 

Exit mobile version