Site icon The News Nest

বিধাননগরের পরবর্তী মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, পরবর্তী চেয়ারপার্সন অনিতা মণ্ডল

krisna

#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেত্রী, সেই থেকে তাঁর সঙ্গে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র বাছার ক্ষেত্রে দাম পেল দীর্ঘদিনের আনুগত্য। কৃষ্ণা চক্রবর্তীই হতে চলেছেন বিধাননগর পুরসভার মেয়র। তাঁর নামেই শিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো। তাপস চট্টোপাধ্যায় থাকলেন ডেপুটি মেয়র।

লোকসভার ফলাফলের পর থেকেই অচলাবস্থা চলছিল বিধাননগর পুরসভায়। সব্যসাচী দত্ত মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর সমস্যা আরও বাড়ে। এর মাঝে গত ৮ জুলাই বিধাননগর পুরসভায় আচমকা হাজির হন মেয়র সব্যসাচী দত্ত। তারপর সোজা ঢুকে পড়েন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর দপ্তরে ঢুকে। এসময় তাঁর পাশে বসে কৃষ্ণা চক্রবর্তী মন্তব্য করেছিলেন, তাঁর মেয়র হওয়া ইচ্ছা ছিল। দল চাইলে এখনও তিনি মেয়র হতে রাজি আছেন। এই মন্তব্যের পর ফের জল্পনা সৃষ্টি হয়।

এরপর গত ১১ জুলাই তৃণমূল ভবনে দলের রণকৌশল ঠিক করতে সব বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়কের পাশাপাশি ছিলেন দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। বিধাননগরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকেও বৈঠকের আগে থেকেই উপস্থিত থাকতে দেখা যায় দলের প্রধান কার্যালয়ে। সেখান থেকে বেরিয়ে আসার সময় মেয়র কে হচ্ছেন প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাবে নিজের পুরনো অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, “আমার মেয়র হওয়ার কোনও ইচ্ছা নেই।”
Exit mobile version