Site icon The News Nest

বিশ্বকাপ জেতার চ্যালেঞ্জ নিয়ে কাল ইংল্যান্ড উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া

PTI11 15 2018 000129B

#মুম্বই: কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বুধবার ভোর চারটেয় ইংল্যান্ড উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। মিশন বিশ্বকাপ। তার আগে মুম্বইয়ে ক্রিকেট সেন্টারে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি। যে সংশয় ছিল কেদার যাদবকে নিয়ে। তা যে কেটে গেছে। প্রথমেই তা স্পষ্ট করে দিলেন শাস্ত্রী। বলে দিলেন, ‘‌কেদার যাদব পুরোপুরি ফিট। কোনও সংশয় নেই। সুস্থ কেদারকে নিয়েই আমরা ইংল্যান্ড যাচ্ছি।’‌ এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘‌কাপ জেতার ক্ষমতা টিম ইন্ডিয়ার রয়েছে। শুধু নিজেদের ঠিকঠাক প্রয়োগ করতে হবে।’‌

বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির পারফরম্যান্সের উপরে। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভারতের কোচ রবি শাস্ত্রী ধোনিকে দলের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করলেন। শাস্ত্রী বলেন, ‘‘ধোনির কমিউনিকেশন ক্ষমতা দারুণ। উইকেটকিপার হিসেবে বছরের পর বছর ধরে প্রমাণ করেছে, ধোনির চেয়ে ভাল আর কেউ নেই। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। শুধুমাত্র উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়া বা রান আউট করা নয়, গুরুত্বপূর্ণ সময়ে ধোনির পরামর্শ ম্যাচের রং বদলে দিতে পারে।’’

তবে এবারের বিশ্বকাপে যে কঠিন লড়াই হবে তা মেনে নিয়ে শাস্ত্রী বলে গেলেন, ‘‌২০১৪ সাল ও ২০১৯ সালের দলগুলোকে যদি দেখা হয়, তা হলে বোঝা যাবে দলগুলোর মধ্যে শক্তির খুব একটা ফারাক নেই। ২০১৪ সালের আফগানিস্তান ও বাংলাদেশ যা ছিল, এখন অনেক বদলে গিয়েছে। কাগজে কলমে যে কোনও দলের থেকে বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ জেতার ক্ষমতা সব দলেরই রয়েছে।’‌ শাস্ত্রীর সুরেই এরপর বিরাটের মত, ‘‌চাপের মুখে যে দল ভাল খেলবে। তারাই শেষ হাসি হাসবে।’‌ বিশ্বকাপ তাঁর কাছে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের মাটিতেই পাকিস্তানের কাছে হেরে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই সাবধানী বিরাট বলে দিলেন, ‘‌এই বিশ্বকাপে আমার চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। পরিস্থিতি অনুযায়ী দল খেলার চেষ্টা করবে। সামনে যে প্রতিপক্ষই থাকুক। আমাদের মানসিকতা একই থাকবে। প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল। ধারাবাহিকতা ধরে রাখাই দলের মূল লক্ষ্য। বড় কথা হল ক্রিকেটাররা ছন্দে রয়েছে।’‌ দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে যাচ্ছে?‌ শাস্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলে গেলেন, ‘‌পরিস্থিতি অনুযায়ী দল বদলাবে। ইংল্যান্ডের উইকেট এখন বেশ ভাল।’‌

 

Exit mobile version